শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৮ মে, ২০২৩, ০২:১৩ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৩, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

 নারী উদ্যোক্তাদের সহায়তায় সৌদি আরবের নতুন ভিসা প্রোগ্রাম

ডেস্ক নিউজ: নারী উদ্যোক্তাদের সহায়তার জন্য নতুন ভিসা প্রোগ্রামের পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির স্মল অ্যান্ড মিডিয়াম 

এন্টারপ্রাইজেস জেনারেল অথরিটি ও আরব ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য শিজ নেক্সট ইনিশিয়েটিভের দ্বিতীয় সংস্করণ নিয়ে এসেছে এই ভিসা। সূত্র: আরব নিউজ 

দেশটির মিনিস্ট্রি অব কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি জানিয়েছে, আমরা ক্ষুদ্র ব্যবসার জন্য ট্রেনিং ও সক্ষমতার তাৎপর্যপূর্ণ ভূমিকায় বিশ্বাস করি, বিশেষ করে যদি সেগুলো নারী মালিকানাধীন হয়। তাদের প্রবৃদ্ধির জন্য পুঁজি সরবরাহ এবং সমর্থন দিয়ে আমরা শুধু যে এসব উদ্যোক্তাদের সফল হতে সাহায্য করব তাই নয় বরং আমাদের অর্থনীতিকে আরো সফল করে তুলতে পারব। এক্ষেত্রে ভিসার যে প্রতিশ্রুতি তা আমাদের সঙ্গে মিলে। আমরা একত্রে এ অঞ্চলে ক্ষুদ্র ব্যবসার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার কাজ করতে গিয়ে রোমাঞ্চিত। বাংলাদেশ জার্নাল

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদির সব ধরনের শিল্প ও খাতের নারী উদ্যোক্তারা এ প্রোগ্রামে অংশ নেয়ার জন্য ২৩ জুন পর্যন্ত আবেদন করতে পারবে। বিজয়ী পাবেন ৫০ হাজার ডলারের অনুদান, একটি টেইলরড প্রোগ্রাম ও শিজ নেক্সট ক্লাবের বিভিন্ন স্থান যেমন ওয়ার্কশপ লাইব্রেরি এবং কমিউনিটি অব অন্ট্রাপ্রেনিউরে প্রবেশের সুযোগ।

নারীকেন্দ্রিক বিভিন্ন ব্যবসাকে সমর্থন দেওয়ার জন্যই এ বৈশ্বিক অ্যাডভোকেসি প্রোগ্রামটি পরিচালনা করা হয়। এখানে প্রথমবারের মতো নারীপ্রধান ছোট ও মাঝারি আকারের ব্যবসাগুলোর জন্য ডিজিটালাইজড ইনডেক্স তৈরি করা হয়েছে। সেখানে ডিজিটাল ম্যাচিউরিটি পাঁচটি মূল নির্দেশকের ওপর নির্ভর বলে জানানো হয়েছে। এগুলো হলো অনলাইনে উপস্থিতি, ডিজিটাল পেমেন্টে গ্রহণ, পেমেন্ট নিরাপত্তা সচেতনতা, গ্রাহকদের অংশগ্রহণ ও গ্রাহকদের ধরে রাখা। 

ভিসার কেএসএ, বাহরাইন ও ওমানের আঞ্চলিক জেনারেল ম্যানেজার আলি বাইলোউন বলেন, সফলতা পাওয়া শিজ নেক্সট প্রোগ্রামের দ্বিতীয় সংস্করণ আনতে পেরে আমরা খুবই গর্বিত। এখানকার নারী মালিকানাধীন ব্যবসাগুলোকে সমর্থন দেয়ার জন্য আমরা আমাদের অংশীদারদের কাছে কৃতজ্ঞ।
২০২০ সালের পরে ২৫০টি অনুদান ও যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, আয়ারল্যান্ড, ইউক্রেন, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও মরক্কোসহ বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের কোচিং করাতে ৩০ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছে। রিপোর্ট: সাজিয়া আক্তার, সম্পাদনা: শামসুল হক বসুনিয়া 

এসএ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়