শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:৫৭ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের দ্বিতীয় দ্রুত বর্ধনশীল পর্যটন গন্তব্য সৌদি আরব: ডব্লিউটিও

রাশিদুল ইসলাম: বুধবার বিশ্ব পর্যটন সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) সৌদি আরবে ৭৮ লাখ পর্যটক ভ্রমণ করেছেন। এর মধ্যে দিয়ে দেশটিতে পর্যটক ভ্রমণ কোভিড মহামারীর পূর্ব পর্যায়ে পৌঁছে গেছে। আল-আরাবিয়া/সৌদি প্রেস এজেন্সি

এছাড়া সৌদি আরব গত বছর আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণ তালিকায় বিশে^ ১৩ তম স্থানে ছিল। ২০১৯ সালে পর্যটকের সংখ্যার দিক থেকে এ অবস্থান ছিল ২৫তম যা বর্তমানে ১২ ধাপ এগিয়েছে। গত বছর সৌদি আরবে পর্যটকের সংখ্যা ছিল ১৬.৬ মিলিয়ন। আর আয়ের দিক থেকে অর্থাৎ আন্তর্জাতিক পর্যটন রাজস্ব সূচকে, সৌদি আরব ২০১৯ সালে ২৭তম স্থানের তুলনায় ২০২২ সালে ১১ তম স্থানে চলে এসেছে। 

সৌদি প্রেস এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, বৈশ্বিক পর্যটন মানচিত্রে অবস্থান এবং জিডিপিতে এই খাতের অবদানকে উন্নত করার জন্য সৌদি নেতৃত্বের প্রচেষ্টার ফলাফল হচ্ছে এসব তথ্য। 

ভ্রমণ ভিসা পদ্ধতি সহজতর, বিশ্বব্যাপী প্রচারমূলক প্রচারণার পরিকল্পনা এবং সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে যাতায়াত সুবিধার বৈচিত্র দেশটিকে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছে। দ্রুত গতির রেলপথ ও সড়ক পথ নির্মাণ এসব সুবিধার অন্যতম।

এসব উদ্যোগ সৌদি আরবের ভিশন ২০৩০ অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার অংশ যা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নির্দেশে বাস্তবায়ন করা হচ্ছে। সৌদির অর্থনীতিতে বৈচিত্র আনা ছাড়াও তেল বহির্ভুত রপ্তানি আয় বৃদ্ধির জন্যে পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ করা হয়। দীর্ঘদিন ধরে সৌদি আরবের অর্থনীতি তেল নির্ভরশীল ও কোভিড মহামারীর সময়ে তেলের দরে ব্যাপক পতনের পর রপ্তানি আয়ে বৈচিত্র আনতে দেশটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। 

দেশটির পর্যটনমন্ত্রী আরও জানান, সৌদি আরবকে একটি বৈশ্বিক পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়