শিরোনাম
◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ভুটানকে হা‌রি‌য়ে সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পের সেমিফাইনালে বাংলাদেশ ◈ মিরপু‌রে কারাতে খেলায় খেলোয়াড়দের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ◈ রূপপুর পারমাণবিক প্রকল্পে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে অব্যাহতি ◈ যশোর-বেনাপোল সড়কে ট্রেন-ট্রাক সংঘর্ষে আহত ২, দুই ঘন্টা রেল চলাচল বন্ধ ◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলের বিমান হামলা

মিহিমা আফরোজ: সিরিয়ার রাজধানী দামেস্কের প্বার্শবর্তী অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরাইলকে দায়ী করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার আনুমানিক ১২ টা ১৭ মিনিটে দামেস্কের গ্রামাঞ্চলকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আরটি, সানা

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি গোলান মালভূমির দিক থেকে এসেছে। সিরিয়ার এই অঞ্চলটি ১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরায়েলের দখলে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে সক্ষম হয়েছে সিরিয়ার প্রতিরক্ষাবাহিনী।  

সিরিয়ার কর্তৃপক্ষ ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে এবং বলেছে, তারা দেশের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তবে এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনও কোন মন্তব্য করেনি।

গত বৃহস্পতিবার, দামেস্কের দক্ষিণাঞ্চলে একটি বিমান হামলায় দুই সিরীয় সেনা আহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের উপস্থিতি হ্রাস করার লক্ষ্যে ২০১১ সালে প্রতিবেশী দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বারবার সিরিয়ার ভূখণ্ডে তারা হামলা চালিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়