শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০৬:০০ বিকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইমরান খান

শাহেদ চৌধুরী: বিচারককে হুমকির অভিযোগে ইসলামাবাদের একটি আদালত বুধবার তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করে তাকে ১৮ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দেন বিচারক মালিক আমান। তার আগে শুনানি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমরান খান। আদালত তা খারিজ করে দেয়। ডন

গত ২৪ মার্চের শুনানিতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাকে পিটিআইয়ের অনুরোধে জামিনযোগ্য করেছিল আদালত। কিন্তু বুধবারের এই শুনানিতে ইমরান খানের আইনজীবীরা নিরাপত্তা প্রশ্নে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার অনুরোধ করেছিলেন। আদালতে ইমরান খানের প্রতিনিধিত্ব করেন উপদেষ্টা ফয়সাল চৌধুরী। 

পিটিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, ইমরান খানের জীবনের ওপর হুমকি থাকা সত্ত্বেও তার নিরাপত্তা ব্যবস্থাও প্রত্যাহার করেছে আদালত। জিওটিভি

সরকার পক্ষের আইনজীবী রাজা রিজওয়ান আব্বাসী আদালতকে বলেন, যেহেতু ইমরান খান আদালতে উপস্থিত নন, সেহেতু তার জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানাকে জামিন অযোগ্য করা হোক। এছাড়া শুনানি থেকে অব্যাহতি চেয়ে যে আবেদন করা হয়েছিল তাতে ইমরান খানের কোনো স্বাক্ষরও ছিল না। 

গত বছরের ২০ আগস্ট ইসলামাবাদের ফাতিমা জিন্নাহ পার্কে সমাবেশ করেন পিটিআই চেয়ারম্যান ইমরান। সমাবেশে তিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরী ও পুলিশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হুমকি দেন। এরপরই ইমরান খানের বিরুদ্ধে মামলা হয়।

বর্তমানে ইমরানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২২ সালের এপ্রিলে পাকিস্তানের জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান।

এসসি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়