শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৩, ০১:১৩ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০২৩, ০২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়ার্স ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের মহড়া রাশিয়ার

ক্ষেপণাস্ত্র মহড়া

সাজ্জাদুল ইসলাম: রাশিয়া তার পারমানবিক শক্তির বিষয় জানান দিতে এ আইসিবিএম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং কয়েক হাজার সৈন্যের বিরাট মহড়া শুরু করেছে বলে জানা গেছে। আল-জাজিরা

এ মহড়ায় ৩ হাজারেরও বেশি সেনা ও ৩শ’রও ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ায় অংশ নিবে। বুধবার (২৯ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম ম্যাসেজিং সার্ভিসে দেয়া এক বিবৃতিতে একথা জানায়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইয়ার্স ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে টোপোল ব্যবস্থার স্থলে মোতায়েন করতে চান। এগুলো রাশিয়ার ‘অজেয় অস্ত্র’। এ গুলো হলো মস্কোর অস্ত্রভান্ডারে মজুদ স্থলভিত্তিক পারমানবিক অস্ত্র।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার তিনটি অঞ্চলে ইয়ার্সএর মোবাইল সিস্টেমের এ মহড়া চালানো হবে। তবে অঞ্চল তিনটির কথা স্পষ্ট বলা হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কৌশলগত ক্ষেপণাস্ত্র চালকরা ছদ্মরূপ ধারণ ও আধুনিক আকাশ নজরদারি ব্যবস্থা এড়ানো ও মোকাবিলা করাসহ বিভিন্ন বিষয়ে মহড়া চালাবেন। সেই সঙ্গে তারা কেন্দ্রীয় সামরিক জেলা এবং মহাশূণ্য অস্ত্র ও বাহিনীর সঙ্গেও সমন্বয় সাধন করবেন। 

ইয়ার্স মোবাইল আইসিবিএম কৌশলগত ও কারিগরি বৈশিষ্টের ব্যাপারে কমই জানা যায়। এ ক্ষেপণাস্ত্রের পাল্লা ১২.০০০ কিলোমিটার (৭,৫০০ মাইল) এবং তা একই সাথে অনেকগুলো পারমানবিক ওয়ারহেড ছুড়তে পারে বলে জানা গেছে।

সামরিক ব্লগারদের মতে, ইয়ার্স ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্বাধীনভাবে টার্গেট সংখ্যক পারমানবিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এ ক্ষেপণাস্ত্র ট্রাকে বহন বা সাইলোতে মোতায়েন করা যায়। 

গত বছর ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর রাশিয়া এককভাবে অথবা চীন ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যৌথভাবে অনেকগুলো সামরিক মহড়া চালিয়েছে। এ ছাড়া মস্কো বেলারাশের সেনাদের সামরিক প্রশিক্ষণ দান বাড়িয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে বেলারাশের সীমান্ত রয়েছে। রাশিয়া ও বেলারাশ গত বছর কয়েক দফা মহড়া চালায়। 

এসআই/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়