শিরোনাম
◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন ইমরান খানের

ইমরান খান

ইমরুল শাহেদ: তোষাখানা মামলাকে কেন্দ্র করে ফেডারেল জুডিশিয়াল কমপ্লেক্সে সংঘটিত ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে গোলরা, বারা কাহু, রমনা, খান্না এবং সিটিডি থানায় এসব মামলা হয়েছিল। সোমবার ইসলামাবাদ হাইকোর্টে সাবেক প্রধানমন্ত্রীর করা এক আবেদনের উপর শুনানি করেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। তারা হলেন প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি মিয়ানগুল হাসান আওরঙ্গজেব। ডন

ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার আদালতকে বলেন, যদি ইমরান খানকে গ্রেপ্তার করা হয়, তাহলে তিনি অপূরণীয় ক্ষতির মুখে পড়বেন। 

আইনজীবী আদালতকে যুক্তি উপস্থাপন করে বলেন, ‘আবেদনকারীকে যদি আগাম জামিন প্রদান করা না হয় তাহলে তার রাজনৈতিক বিরোধীরা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুযোগ তৈরি হবে।’

এর আগে পিটিআইয়ের টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পিটিআই প্রধান আদালত প্রাঙ্গনে প্রবেশ করছেন। তার গাড়িটি বিপুল সংখ্যক পুলিশ ঘেরাও করে রেখেছে। 

এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরান খানের উপস্থিতিকে কেন্দ্র করে ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। 

জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাকে পুলিশি পাহারায় আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তাকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়। 

গণমাধ্যমের সঙ্গে অননানুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, ‘আমার প্রত্যাশা আমরা দু’জনেই থাকব। যদি শুধু তার কথা বলি, তাহলে বলতে হবে তিনি থাকবেন না। রাজনীতিবিদদের জন্য আলোচনার দরোজা সবসময় খোলা।’  

এমএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়