সাজ্জাদুল ইসলাম: ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রমজান শেষ হওয়ার আগেই বৈঠকে মিলিত হবেন। চীনের মধ্যস্থতায় দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আল-জাজিরা
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও তার ইরানী প্রতিপক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এক সপ্তাহেরও কম সময়ে দ্বিতীয় ফোন আলাপের সময় বৈঠক বসার এ সিদ্ধান্ত নেন। সৌদি প্রেস এজেন্সি আজ সোমবার একথা জানায়। ফোন কলের সময় উভয় পররাষ্ট্রমন্ত্রী বেইজিংযে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আলোকে অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন। তবে রমজানের কত তারিখে এবং কোথায় তারা বৈঠকে সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। গত সপ্তাহে শুরু রমজান এপ্রিলের তৃতীয় সপ্তাহে শেষ হবে।
সৌদি কর্মকতৃারা বলেন, সাত বছর বিচ্ছিন্ন থাকার পর দু’দেশের মধ্যে সম্পর্ক পুণপ্রতিষ্ঠার পরবর্তী পদক্ষেপ হলো দু’পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক। ২০১৬ সালে সৌদি আরব একজন শিয়া আলেমকে মৃত্যুদন্ড দেয়। এরপর তেহরানে সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালায়। সেই থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে।
চুক্তি অনুযায়ী ইরান ও সৌদি আরব দু’মাসের মধ্যে দূতাবাস খোলাসহ কূটনৈতিক সম্পর্ক পুণ:স্থাপন করবে।
এসআই/এসবি২