শিরোনাম
◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার হুমকিতে আইসিসির উদ্বেগ

আইসিসি

সাজ্জাদুল ইসলাম: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দ্য হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ওপর হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর হুমকি দেয়ার পর আইসিসি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আল-জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মেদভেদেভ আইসিসির ওপর হামলা চালানোর এ হুমকি প্রদান করেন।

এ ছাড়া রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা আইসিসির কৌসলী করিম খান এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে জড়িত অন্য বিচারকেদের বিরুদ্ধে ফৌজদারি  মামলা শুরু করেছে।

আইসিসি রাষ্ট্রগুলোর এসেম্বলির প্রেসিডেন্সি বলেছে, ‘তারা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার এ চেষ্টা দু:খজনক।’ প্রেসিডেন্সি বলেছে, ‘এসেম্বলি  আইসিসির প্রতি তাদের অবিচল সমর্থ পুণর্ব্যক্ত করে।

মেদভেদেভ গত সোমবার বলেন, ‘নর্থ সি’র রুশ যুদ্ধ জাহাজ থেকে হেগের আদালতে হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র চালানো সম্ভব।’ হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে বেআইনিভাবে নির্বাসনে পাঠানো জন্য পুতিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এ পরোয়ানা জারি করে।

আইসিসির ১২৩ সদস্য রাষ্ট্রের জন্য আইসিসির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন এমনকি যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়