শিরোনাম
◈ ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের শিরোপা ম্যানসিটির ◈ শেখ হাসিনার ১৫তম কারামুক্তি দিবস আজ ◈ ওঝা দিয়ে ঝাড়ফুঁক করেও ইভিএমে ভূত-প্রেত পাওয়া যায়নি: সিইসি ◈ মণিপুরে ছিনতাই হওয়া অস্ত্রশস্ত্র জমা দিতে বাক্স বসালেন বিজেপি বিধায়ক ◈ পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু, আহত ১৪০  ◈ যুক্তরাষ্ট্র মনে করছে, দক্ষিণ এশিয়ায় নিয়ন্ত্রক হিসেবে ক্রমেই দুর্বল হচ্ছে ভারত  ◈ সন্ত্রাস-নাশকতা, বিশৃঙ্খলা ও হামলায় বিশ্বাস করে না জামায়াত: ড. আব্দুল্লাহ ◈ নোয়াখালীতে মায়ের পাশে শায়িত হলেন সিরাজুল আলম খান ◈ রাণীশংকৈল সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত ◈ জাতীয় পার্টি কাউকে ক্ষমতায় আনার দালাল হবে না: জিএম কাদের 

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার ক্ষেপনাস্ত্র হামলার হুমকিতে আইসিসির উদ্বেগ

আইসিসি

সাজ্জাদুল ইসলাম: রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দ্য হেগে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) ওপর হাইপারসনিক ক্ষেপনাস্ত্র হামলা চালানোর হুমকি দেয়ার পর আইসিসি এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আল-জাজিরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর মেদভেদেভ আইসিসির ওপর হামলা চালানোর এ হুমকি প্রদান করেন।

এ ছাড়া রাশিয়ার শীর্ষ তদন্ত সংস্থা আইসিসির কৌসলী করিম খান এবং পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সঙ্গে জড়িত অন্য বিচারকেদের বিরুদ্ধে ফৌজদারি  মামলা শুরু করেছে।

আইসিসি রাষ্ট্রগুলোর এসেম্বলির প্রেসিডেন্সি বলেছে, ‘তারা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার এ চেষ্টা দু:খজনক।’ প্রেসিডেন্সি বলেছে, ‘এসেম্বলি  আইসিসির প্রতি তাদের অবিচল সমর্থ পুণর্ব্যক্ত করে।

মেদভেদেভ গত সোমবার বলেন, ‘নর্থ সি’র রুশ যুদ্ধ জাহাজ থেকে হেগের আদালতে হাইপারসোনিক ক্ষেপনাস্ত্র চালানো সম্ভব।’ হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে বেআইনিভাবে নির্বাসনে পাঠানো জন্য পুতিনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে এ পরোয়ানা জারি করে।

আইসিসির ১২৩ সদস্য রাষ্ট্রের জন্য আইসিসির আইনগত বাধ্যবাধকতা রয়েছে। তবে রাশিয়া ও ইউক্রেন এমনকি যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়