শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:১৭ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৯:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানহানির মামলায় রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

রাহুল গান্ধী 

সাজ্জাদুল ইসলাম: ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে মানহানি মামলায় দু’বছরের জেল দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস তাকে এ দণ্ড দেয় গুজরাটের সুরাট জেলা আদালত। ২০১৯ সালে দায়ের করা মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে আদালত। কংগ্রেস এ রায়ের নিন্দা করেছে। বিবিসি, এনডিটিভি

তবে রাহুল গান্ধীকে এখনই জেলে যেতে হবে না। তাকে ৩০ দিনের জামিন দেয়া হয়েছে। তিনি এ রায়ের বিরুদ্ধে আপীল করতে পারবেন। ভারতে সাধারন নির্বাচন হওয়ার এক বছর আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে রায়টি আসলো।

রাহুলের বিরুদ্ধে অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে তিনি মন্তব্য করেছিলেন, ‘এটা কী করে সম্ভব যে সব চোরের পদবি মোদি।’ তখন পলাতক ব্যবসায়ী নীরব মোদিকে নিয়ে দেশে তোলপাড় চলছিল। অন্যদিকে, রাফায়েল বিমান কেনায় অনিয়মের অভিযোগ তুলে রাহুল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ‘চৌকিদার চোর হ্যায়’ স্লোগান দিয়েছিলেন।

রাহুলের ওই মন্তব্যে মোদি পদবিধারীদের মানহানি হয়েছে অভিযোগ করে আদালতে যান গুজরাট বিজেপির সাবেক মন্ত্রী তথা বিধায়ক পূণেশ মোদি। কিন্তু এ বছর ফেব্রুয়ারি পর্যন্ত মামলাটিতে গুজরাট হাইকোর্টের স্থগিতাদেশ ছিল। স্থগিতাদেশ উঠে যেতেই দ্রুত শুনানি শেষ হয়েছে।

গত দশ দিন ধরে সাবেক কংগ্রেস সভাপতির ক্ষমা চাওয়ার দাবিতে লোকসভায় সরব রয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সদস্যরা। গণতন্ত্র নিয়ে রাহুলের লন্ডনে বলা কথা প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা। বস্তুত বিজেপির এমপিদের হট্টগোলের ফলেই দিনের পর দিন লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যাচ্ছে।

রাহুলের আইনজীবী কিরিট পানওয়ালা বলেন, রাহুল তার বিচারককে বলেন, তিনি গণতন্ত্রের পক্ষে বক্তব্য রেখেছিলেন। এর পেছনে কোন অশুভ উদ্দেশ্য ছিল না। ভারতের মানহানি আইনে দোষী সাব্যস্ত হলে  দু’বছরের জেল ও জরিমানা বা উভয়ই দন্ড হতে পারে।

এসআই/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়