শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি ◈ এলডিসি থেকে উত্তরণে দ্রুত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:০৯ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকাতে শস্য রপ্তানিতে মস্কোর সম্মতি 

আফ্রিকাতে শস্য রপ্তানিতে মস্কোর সম্মতি 

জাফর খান: বুধবার তুরষ্কের প্রেসিডেন্ট দেশটির গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে বলেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আফ্রিকাতে শস্য রপ্তানির বিষয়ে যে আলোচনা শুরু করেছিলেন সেই ধারাবাহিকতায় পুতিন তুরষ্কের মিলগুলোতে শস্য প্রক্রিয়ার মাধ্যমে প্রস্ততকৃত আটা ও ময়দা আফ্রিকার গরীব দেশগুলোতে পাঠাতে সম্মতি দিয়েছেন। তাস 

তিনি আরো বলেন, পুতিন সরাসরি আফ্রিকাতে না পাঠিয়ে এসব শস্য তুরষ্কে পাঠাবে। এর জবাবে শস্য হতে আটা প্রক্রিয়াজাত ইস্যুতে দুই থেকে তিন দিনের মধ্যে আলোচনার কথা মনে করিয়ে দেওয়ার কথা বলেন এরদোগান। এসময় মস্কোর সঙ্গে দেশটির শস্য চুক্তির কথাও স্মরণ করিয়ে দেন পুতিনকে। টুইট বার্তা 

এর আগে ৫ জানুয়ারি রাশিয়ার সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করে তুরষ্ক।

গত শনিবার শস্য চুক্তিটি আগামী আরো ১২০ দিনের জন্য বর্ধিত করার কথা জানিয়েছিল কর্তৃপক্ষ। পরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র মারিয়া যাখারোভা তাসকে বলেন, এটি ৬০ দিনের জন্য বর্ধিত করা হবে। এর আগে জেনেভাতে এক আলোচনায় রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে ভারশিনিন শস্য রপ্তানীর ক্ষেত্রে মস্কোর উপর থেকে রপ্তানী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে জাতিসংঘ কি অবস্থান নিবে তার উপরেই নির্ভর করবে বিষয়টি বলে জানান। 

উল্লেখ্য, বিশ্ব বাজারে সার ও অন্যান্য কৃষিপণ্য রপ্তানীতে দেশটির উপর নিষেধাজ্ঞা জারি করা আছে।   

২০২২ সালের জুলাই মাসের ২২ তারিখে ইস্তামবুলে ১২০ দিন মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করে উভয় দেশ। পরে নভেম্বরে চুক্তিটির মেয়াদ আরো ১২০ দিনের জন্য বাড়ানো হয়।

জেকেএইচ/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়