শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:৪৬ দুপুর
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের হাউস কমিটি থেকে বাদ পড়লেন ইলহান ওমর 

ইলহান ওমর

সাজ্জাদুল ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত দুইজন মুসলিম নারী সদস্যের একজন ইলহান ওমরকে কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে। ডেইলি সাবাহ

নতুন কংগ্রেসের স্পিকার সোমালি বংশোদ্ভুত এ কংগ্রেস সদস্যকে বাদ দিতে রিপাবলিকান সদস্যদের সমর্থন আদায়ে সক্ষম হন। তবে কিছু সংখ্যক রিপাবলিকান সদস্য তার বহিস্কারের ব্যাপারে আপত্তি জানান। দুই বছর আগে জর্জিয়া ও অ্যারিজোনা কট্টরপন্থী দুজন রিপাবলিকান সদস্যকে হাউস কমিটি থেকে বহিস্কার করার পর ইলহান ওমরের বহিস্কারের ঘটনা ঘটল।

তীব্র বিতর্কের পর নিজ দলের  ২১৮-২১১ কন্ঠভোটে এ বহিস্কার সিদ্ধান্ত পাশ হয়। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন যে, ধর্মীয় ও জাতিগত কারনে তাকে টার্গেট করা হয়েছে।

কংগ্রেসে বিতর্কের সময় ইলহান ওমর আত্মপক্ষ সমর্থন করে বলেন, তাকে যে টার্গেট করা হয়েছে তাতে কেউ বিস্মিত হননি, ‘কারণ আপনি যখন ক্ষমতাকে চাপ দিবেন তখন ক্ষমতা আপনাকে চাপ প্রয়োগ করবে। ভোটের সময় ডেমোক্র্যাট সহকর্মীরা তাদের সহকর্মীদের জড়িয়ে ধরেন, আলিঙ্গন করেন।’

সমাপনী বক্তব্যে ইলহাম ওমর বলেন, ‘আমার কন্ঠস্বর আরও উচ্চকিত ও শক্তিশালী হবে এবং সারা বিশ্বে আমার নেতৃত্ব প্রশংসিত হবে।’ 

রিপাবলিকান মিশেল গুয়েস্ট আর-মিস বলেন, রিপাবলিকানরা ওমরের দেয়া বিবৃতিগুলো নিয়ে আলোচনা করেছেন এবংপররাষ্ট্র বিষয়ক কমিটিতে তার থাকাকে অযোগ্য বলে ঘোষনা করেছেন। তিনি দাবী করেন যে, ওমরের মন্তব্যগুলো প্রতিনিধি পরিষদের জন্য অবমাননাকর।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়