শিরোনাম
◈ দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান  ◈ এনবিআর ভেঙে হলো দুই বিভাগ, অধ্যাদেশ জারি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার ◈ যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক খুবই ভালো: ডোনাল্ড ট্রাম্প ◈ ৫৪ বছরের সবচেয়ে বড় দুই অর্জন ৭১ আর ২৪: তারেক রহমান ◈ সামাজিক যোগাযোগমাধ্যমে কেন ভয়ংকর ট্রলের শিকার হচ্ছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু লড়াই এখনো বাকি: উপদেষ্টা মো. মাহফুজ আলম ◈ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, জানালো নির্বাচন কমিশন ◈ এখন সবাই জেনে গেছে আমাদের মা-বোনের সিঁদুর মুছে ফেলার ফল কি: নরেন্দ্র মোদি (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫১ রাত
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে এক বছরে ১৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রশাসনিক কাজে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সক্রিয়তা বৃদ্ধির পর অস্বাভাবিকভাবে বেড়ে গেছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা। দেশটিতে ২০২২ সালেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ১৪৭ জনের।

দুটি মানবাধিকার সংগঠনের প্রকাশিত প্রতিবেদনের বরাতে বুধবার (১ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের পর থেকে সৌদি আরবে অস্বাভাবিকভাবে বেড়েছে মৃত্যুদণ্ডের সংখ্যা। যুবরাজ সালমান প্রশাসনিক কাজে সক্রিয় হওয়ার পর থেকেই দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দ্বিগুণ হয়েছে। একইসঙ্গে বেড়েছে মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের মতো ঘটনাও।

মানবাধিকার সংগঠন রিপ্রাইভ ও দ্য ইউরোপীয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের রিপোর্ট বলছে, ২০১৪ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের গড় হার ছিল ৭০ দশমিক ৮ শতাংশ। আর ২০১৫ সালে নতুন বাদশা ক্ষমতায় আসার পর থেকে হার বেড়ে দাঁড়িয়েছে ১২৯ দশমিক ৫ শতাংশ।

২০২২ সালে দেশটিতে ১৪৭ জনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে শুধুমাত্র মার্চ মাসেই কার্যকর করা হয় ৮১ জনের। এদের মধ্যে বেশকয়েকজন রাজনৈতিক অভিযুক্তও রয়েছেন। সমালোচকদের খুন করার অভিযোগ রয়েছে যুবরাজ সালমানের বিরুদ্ধেও।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খুন হন সাংবাদিক জামাল খাশোগি। অভিযোগ রয়েছে যুবরাজের নির্দেশেই খুন করা হয় খাশোগিকে।

প্রতিবেদনে আরও বলা হয়, গেল ছয় বছরে মৃত্যুদণ্ড কার্যকর করাদের মধ্যে নারী, শিশু ও বিদেশি নাগরিকের সংখ্যাও বেড়েছে।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়