শিরোনাম
◈ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও পরিস্থিতি জানতে ইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক ◈ বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না : মার্কিন রাষ্ট্রদূত ◈ জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা ◈ শ্রমিক নেতা বাসু হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড ◈ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের রাজ্যসভা ◈ স্বর্ণের ভরি কি খুব শিগগিরই ৩ লাখ টাকা ছাড়াবে? ◈ টি–টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধে বাংলাদেশকে কেন সমর্থন দিচ্ছে পাকিস্তান? ◈ ২০২৯ সা‌লের ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী ব্রাজিল ◈ বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ: অসহিষ্ণু হয়ে উঠছে নির্বাচনি প্রচার ◈ জামায়াত হিন্দুদের জামাই আদরে রাখবে, একটা হিন্দুরও ভারতে যাওয়া লাগবে না : জামায়াত প্রার্থী কৃষ্ণ নন্দী (ভিডিও)

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত

রাশিদুল ইসলাম: ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নে এখনো বিতর্ক চলছে। অনেক সদস্য মনে করছেন, এইসব ট্যাংক পাঠানোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও অনেক সদস্য উদ্বেগ জানাচ্ছেন। পারসটুডে

তবে এইসব বিতর্ক এবং প্রাথমিক শুনানির পরেও ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ আইনপ্রণেতা বলেছেন, “পশ্চিমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়া উচিত”।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউক্রেনকে আব্রামস ও লেপার্ড ট্যাংক দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের বহু আইনপ্রণেতা একমত। আবার কোনো কোনো আইনপ্রণেতা মনে করেন, এভাবে লাগাতার ইউক্রেনকে মারণাস্ত্র দেয়া হবে বোকামি। 

গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের করদাতাদের অর্থে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ইউরো সাহায্য দেয়া হয়েছে। এসব নিয়ে কোনো কোনো আইনপ্রণেতা প্রশ্ন তুলছেন, তবে কিছু সংখ্যক আইনপ্রণেতা আছেন যারা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বিভাজন দেখতে চান না।

পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় স্পেনের সদস্য হাভিয়ার নার্ট অন্য সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে পরামর্শ দেয়া খুবই হাস্যকর বিষয়।
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ট্যাংক সরবরাহের ঘোষণার প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়