শিরোনাম
◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি ◈ ক্রীড়া উপদেষ্টার দেওয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয় বলে জানালেন উপ-প্রেস সচিব ◈ নির্বাচন ডাকাতি আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা ◈ ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ◈ জাপানে এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্য—জাপানি বিনিয়োগ বাড়াতে আকিয়ে আবের সঙ্গে ইউনূসের বৈঠক ◈ শ্রমিকের অধিকার নিজেরা  ছিনিয়ে না নিলে কখনো অধিকার প্রতিষ্ঠিত হবে না: মঈন খান ◈ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচিবালয়ে ব্যানার ◈ চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৭ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে ইউরোপীয় ইউনিয়ন দ্বিধা-বিভক্ত

রাশিদুল ইসলাম: ইউক্রেনে যুক্তরাষ্ট্র ও জার্মানির ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নে এখনো বিতর্ক চলছে। অনেক সদস্য মনে করছেন, এইসব ট্যাংক পাঠানোর কারণে যুদ্ধ দীর্ঘায়িত হবে এবং রাশিয়া কিভাবে প্রতিক্রিয়া দেখায় তা নিয়েও অনেক সদস্য উদ্বেগ জানাচ্ছেন। পারসটুডে

তবে এইসব বিতর্ক এবং প্রাথমিক শুনানির পরেও ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ আইনপ্রণেতা বলেছেন, “পশ্চিমাদেরকে আরো সামনে এগিয়ে যাওয়া উচিত”।আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইউক্রেনকে আব্রামস ও লেপার্ড ট্যাংক দেয়ার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের বহু আইনপ্রণেতা একমত। আবার কোনো কোনো আইনপ্রণেতা মনে করেন, এভাবে লাগাতার ইউক্রেনকে মারণাস্ত্র দেয়া হবে বোকামি। 

গত মার্চ মাস থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের করদাতাদের অর্থে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ইউরো সাহায্য দেয়া হয়েছে। এসব নিয়ে কোনো কোনো আইনপ্রণেতা প্রশ্ন তুলছেন, তবে কিছু সংখ্যক আইনপ্রণেতা আছেন যারা ইউরোপীয় ইউনিয়নের ভেতরে বিভাজন দেখতে চান না।

পার্লামেন্টে বক্তব্য দেয়ার সময় স্পেনের সদস্য হাভিয়ার নার্ট অন্য সংসদ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন জিততে পারবে বলে পরামর্শ দেয়া খুবই হাস্যকর বিষয়।
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ট্যাংক সরবরাহের ঘোষণার প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে পড়তে পারে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়