শিরোনাম
◈ কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল ◈ ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা এক‌টি হাসপাতা‌লে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন ◈ হাসিনা বিরোধীদের দমন করতেন হিটলারের মতো: ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান ◈ যমুনা অভিমুখে বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান–সাউন্ড গ্রেনেড নিক্ষেপ (ভিডিও) ◈ বিবিএসের নামসহ বদলে যাচ্ছে অনেক কিছু, আসছে আমূল পরিবর্তন ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা ◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৭ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ প্রসঙ্গে জাতিসংঘ

মুক্তভাবে সংবাদ ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে হবে

স্টিফেন দুজারিক

মিহিমা আফরোজ: বাংলাদেশে সাংবাদিকদের মুক্তভাবে ওয়েবসাইট পরিচালনার সুযোগ নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ প্রসঙ্গে মন্তব্য করেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে অন্য দেশকে আমরা যে আহবান জানাই, বাংলাদেশকেও একই আহবান জানাচ্ছি। হিউম্যান রাইটস্

সম্প্রতি বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনা করায় এবং সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিশে সংবাদমাধ্যগুলোকে এ চিঠি দেয়া হয়েছে।

বর্তমানে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে না। কোন বিষয়ে সম্প্রচার করতে হলে তাদেরকে নানারকম বাধার সম্মুখীন হতে হয়। যার কারণে সংবাদমাধ্যমগুলো বর্তমান পরিস্থিতে একমুখী মাধ্যমে পরিণত হচ্ছে। এমন অবস্থার কারণেই বাংলাদেশকে এ আহ্বান জানিয়েছে জাতিসংঘ। 

বাংলাদেশের উদ্দেশ্যে জাতিসংঘ বলেছে, সংবাদমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের বাধাহীন এবং মুক্তভাবে নিউজ ওয়েবসাইট পরিচালনা করার সুযোগ নিশ্চিত করতে হবে। জাতিসংঘ দেখতে চায়, এ নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ কতটুকু ইতিবাচক পদক্ষেপ গ্রহন করেছে।  

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়