শিরোনাম
◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ ছুটির দিনে আজ যে কারণে ব্যাংক খোলা ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:১১ বিকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্রহণযোগ্য মনে করছে ইউক্রেন

ক্রিমিয়া আর ইউক্রেনের অংশ হবে না: ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট

জোরান মিলানোভিচ

মিহিমা আফরোজ: ইউক্রেনকে এভাবে ভয়াবহ মারণাস্ত্র সরবরাহ করায় ন্যাটোর নিন্দা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ। এর প্রেক্ষিতে গত সোমবার তিনি বলেন, ক্রিমিয়া আর কখনোই ইউক্রেনের অংশ হবে না। তার এই কথার সমালোচনা করেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। ডেইলি মেইল

গত সোমবার, ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবে সাংবাদিকদের মুখোমুখি হন প্রেসিডেন্ট মিলানোভিচ। এ সময় তিনি বলেন, আমি ইউক্রেনে যে কোনো ধরনের মারণাস্ত্র পাঠানোর বিরুদ্ধে। এটি শুধু যুদ্ধকে দীর্ঘায়িত করছে তা নয়, তারা এখন রাশিয়াকে বিভক্ত করে ফেলার কথা বলছে। এটা পুরোপুরি পাগলামি। মঙ্গলবার তার এই কথার প্রেক্ষিতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো বলেছেন, ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টে রীতিমতো ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। তার এই বক্তব্যকে আমরা অগ্রহণযোগ্য বলে মনে করি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখল করা বিশাল ভূমি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। এমনকি ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ক্রিমিয়াকেও আবার ইউক্রেনের অংশ করা হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট মিলানোভিচ এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ক্রিমিয়া কখনোই আর ইউক্রেনের অংশ হবে না। আমরা যা করছি তা পুরোপুরি অনৈতিক। জার্মানির ট্যাংক রাশিয়া ও চীনকে আরও ঐক্যবদ্ধ করবে। আমি চাই ক্রোয়েশিয়া এই সংঘাত থেকে দূরে থাকুক। এই সংঘাতে কোনো ধরনের অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ।

রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া নিয়ে নিজের আপত্তির বিশদ ব্যাখ্যা দেওয়ার সময় প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ এসব মন্তব্য করেছেন। ইউক্রেনে পশ্চিমা নীতির সোচ্চার সমালোচক প্রেসিডেন্ট মিলানোভিচ বলেছেন, তিনি চান না ইউক্রেনে ১১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের সম্ভাব্য বিপর্যয়কর পরিণতির মুখোমুখি হোক তার দেশ। সম্পাদনা: ইমরুল শাহেদ


এমএ/আইএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়