শিরোনাম
◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব, কোন গ্রেডে কত?

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৪:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারের ৮০ শরণার্থী গ্রেপ্তার ভারতের মণিপুরে

শরণার্থী গ্রেপ্তার

ইমরুল শাহেদ: প্রায় এক বছর আগে জান্তা বাহিনীর হামলায় মিয়ানমারের সাগাইং অঞ্চল থেকে ভারতে আশ্রয় নেওয়া ৮০ জন শরণার্থীকে শুক্রবার মণিপুর রাজ্যের মোরেতে গ্রেপ্তার করেছে ইন্ডিয়ান পুলিশ কমান্ডো। এই ৮০ শরণার্থীর মধ্যে ৭১ জন বয়স্ক এবং নয়জন কিশোর-কিশোরী। ইরাবতি

শরণার্থীরা মরেহ পুলিশ স্টেশন থেকে সাত কিলোমিটার দূরে লেহাং চান নামে একটি গ্রামে আশ্রয় নেয়। তামুর একজন বাসিন্দা জানিয়েছেন, তাদেরকে শুক্রবার সকালে গ্রেপ্তার করে রাজধানী ইম্পলে নিয়ে যাওয়া হয়। 

বয়স্কদের রাখা হয়েছে কারাগারে এবং কিশোর-কিশোরীদের পাঠানো হয়েছে সংশোধনাগারে। স্থানীয় ইম্পল ফ্রি প্রেস বলেছে, পুলিশ তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার অভিযোগ এনেছে। 

তামুর আরেকজন বাসিন্দা জানিয়েছে, তারা আটক শরণার্থীদের সঙ্গে যোগাযোগ  করতে পারেননি। তবে বিষয়টা তারা সহায়তা চেয়ে ঐক্য সরকারকে অবহিত করেছেন। তা স্পষ্ট হওয়া যায়নি, এখন কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারাতো সেখানে গত এক বছর থেকেই ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে। গ্রাম প্রধান এবং লহাং চান গ্রামের একজন বাসিন্দার মধ্যে জমি নিয়ে বিবাদ রয়েছে। 

তামুর বাসিন্দা বলেছেন, ‘প্রত্যেক দেশেই শরণার্থী আছে। আমাদের দেশ থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রিত শরণার্থীদের প্রতি করুণা দেখানো উচিত ছিল ভারতের। তারা সীমান্ত অতিক্রম করেছে শুধু আশ্রয়ের জন্য। যেহেতু মিয়ানমারে যুদ্ধ চলছে। আমি ভারতকে অনুরোধ করবো তারা আমাদের দেশের লোকদের প্রতি যেন দয়া পরবশ হন।’

আইএস/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়