শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট

জারদারির বিরুদ্ধে হত্যা পরিকল্পনার অভিযোগ ইমরান খানের

ইমরান খান

ইমরুল শাহেদ: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দাবি করেছেন, দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি তাকে মারার জন্য নতুন ছক তৈরি করেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, ‘তাকে মারার জন্য একটি সন্ত্রাসী গ্রুপকে অর্থ দিয়েছেন জারদারি।’ তিনি এই বিস্ফোরক মন্তব্য করে বলেছেন, তার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরই জারদারি এই উদ্যোগ নেন। ইয়ন 

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান বলেন, ‘আসিফ আলী জারদারি অর্থ প্রদান করেছেন একটি সন্ত্রাসী গ্রুপকে। তার সহায়তাকারীরা এজেন্সির শক্তিশালী লোক। তিন দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা পরবর্তী অপরাধ করার পরিকল্পনা করেছে।’

তিনি বলেন, ‘তিনি আগেই এক জনসভায় তার সমর্থকদের বলেছেন, চারজন লোক আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে। কিন্তু আমি যখন ব্যাপারটা প্রকাশ করে দিয়েছি, তখনই তারা পিছিয়ে গেছে।’

এরপর ইমরান খান বলেন, ওয়াজিরাবাদের হামলাটি ছিল তাকে উৎখাতের জন্য ‘প্ল্যান বি’। তিনি বলেন, ‘কিন্তু আমি সেটাও জানতাম। সেটা আমি প্রকাশ করে দিয়েছি দুটি জনসভায়।’
গত বছরের নভেম্বরে ইসলামাবাদের উদ্দেশে ‘হাকিকী আজাদী’ মার্চে নেতৃত্ব দেওয়ার সময় আহত হন। সেখানে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তাতে একজন নিহত এবং কয়েকজন আহত হন। 

ইমরান খান এখন বলছেন, আল্লাহ তাকে রক্ষা করেছেন। নতুবা এই ষড়যন্ত্রের নেপথ্যে থাকা লোকগুলো জয়ী হয়ে যেত। 

তিনি বলেন, ‘এখন তারা আবার পরিকল্পনা করেছে, যাকে বলা যায় প্ল্যান সি। এর নেপথ্যে রয়েছেন জারদারি। তার দুর্নীতির মাধ্যমে অর্জন করা অনেক টাকা আছে। এসব সিন্ধু সরকার থেকে লুট করেছেন এবং সে টাকা নির্বাচনে ব্যবহার করা হয়েছে। তিনি অর্থ দিয়ে এমপিএদের কিনে নিয়েছেন। নির্বাচন হচ্ছিল খাইবার পাখতুনখোয়া বা গিলগিট-বালতিস্তানে। সেখানে তিনি অকাতরে অর্থ ঢেলেছেন।’

আইএস/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়