শিরোনাম
◈ “জুলাই ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক”— জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রধান উপদেষ্টার বক্তব্য ◈ আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতির মধ্যে চলে গিয়েছিলাম: নাহিদ ইসলামের বর্ণনায় জুলাইয়ের দিনগুলো ◈ বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে আছে ছিনতাইকারী: ঢাকার পুলিশ কমিশনার ◈ বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ক্রিকেট কোচ গর্ডন গ্রিনিজকে যেভাবে বিদায় নিতে হয়েছিলো ◈ মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য, কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত (ভিডিও) ◈ এনসিপির ছায়ায় ফিরছে আওয়ামী লীগ : সাবেক এমপি কায়কোবাদ ◈ জমি অধিগ্রহণের পর সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল: চীনা বিনিয়োগকারীদের উদ্বেগ (ভিডিও) ◈ সার্ক অচল: চীন-পাকিস্তানের বিকল্প জোট গঠনের ভাবনা, বাংলাদেশ জানালো অংশ নেয়ার পরিকল্পনা নেই ◈ দে‌শি আম্পায়ার‌দের দক্ষতা বাড়া‌তে ৩ বছরের জন্য অ‌স্ট্রেলিয়ান সাইমন টাফেলকে নিয়োগ দিচ্ছে বিসিবি ◈ বিপিএল শুরু হ‌বে জানুয়া‌রি‌তে, দল এখ‌নো চূড়ান্ত হয়‌নি 

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:১২ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৫:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ মিয়ানমার ঐক্য সরকারের

দো জিন মার অং ও অং সান সুচি

ইমরুল শাহেদ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মিয়ানমারে সহিংসতা বন্ধের জন্য গৃহীত প্রস্তাবে চীন কোনো বাধা না দেওয়ায় এবং মিয়ানমারের জনগণের পক্ষে অবস্থান নেওয়ার জন্য দেশটির জাতীয় ঐক্য সরকার চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইরাবতি

লুনার নিউ ইয়ার উপলক্ষে চীনের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক বার্তায় ঐক্য সরকারের পররাষ্ট্রমন্ত্রী দো জিন মার অং বলেছেন, ‘মিয়ানমারের বেসামরিক লোকদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে মিয়ানমারের পক্ষে পিপলস রিপাবলিক অব চীনের অবস্থান ও সমর্থনের জন্য আমরা (ঐক্য সরকার) কৃতজ্ঞতা জানাচ্ছি।’

মিয়ানমারে সব ধরনের সহিংসতা বন্ধ চেয়ে গত ডিসেম্বরে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব গৃহীত হয়। সকল রাজবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়টিও প্রস্তাবে আছে। বিশেষ করে ডি-ফ্যাক্টো নেত্রী অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্তকেও মুক্তি দেওয়ার কথা বলা হয়েছ। আসিয়ান দেশগুলোর দেওয়া পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়নের জোর দেওয়া হয়েছে প্রস্তাবে। 

নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি আনে যুক্তরাজ্য এবং প্রস্তাবটির বিপক্ষে কোনো ভোট পড়েনি। চীন এবং রাশিয়া ভোট দেওয়া থেকে বিরত থাকে। তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ভোট দেওয়া থেকে বিরত থাকে ভারতও। 

দো জিন মার বলেছেন, কোনো পক্ষ না নেওয়ার চীনের সিদ্ধান্ত মিয়ামারের জনগণের পক্ষেই গেছে। তারা মিয়ানমারের ভালো প্রতিবেশীর স্বাক্ষরও রেখেছে। চীনের এই অবস্থানকে মিয়ানমারের জনগণ সব সময়ই স্মরণে রাখবে। 

তিনি বেইজিংকে নিশ্চিত করে বলেন, ‘মিয়ানমারের জনগণের বিপ্লবের ফসল এবং ঐক্য সরকারের গ্লানি কখনোই আঞ্চলিক দেশগুলোর উন্নয়নের স্বার্থবিরোধী হবে না, এমনকি চীনের স্বার্থও বিঘ্নিত করবে না।’

এর সঙ্গে তিনি বলেন, ‘ঐক্য সরকার ও মিয়ানমারের জনগণ কল্পিত ফেডারেল ন্যাশন ধারণা চীনসহ প্রতিবেশী দেশগুলোর কাছে পৌঁছে দিতে চায়।’ আগামীতে প্রতিবেশীদের সঙ্গে দেশটি সুসম্পর্ক চায় বলে উল্লেখ করেন মন্ত্রী।   

আইএম/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়