শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:০৪ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৪:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তানে ভয়েস অব আমেরিকা নিষিদ্ধ

মিহিমা আফরোজ: আফগানিস্তানের তালিবান সরকার আমেরিকান সম্প্রচার মাধ্যম ভয়েস অব আমেরিকাকে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ না করার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই অভিযোগে এফএম রেডিও স্টেশন রেডিও লিবার্টির সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত জানায় তালিবান সরকার। এনডিটিভি

আফগান প্রশাসনের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানকারী আব্দুল হক হাম্মাদ এক টুইটে পোস্টে জানান, মার্কিন দখলদারিত্বের পর শুরু হওয়া রেডিও আজাদী বন্ধ হয়ে গেছে। তাদের বিরুদ্ধে সাংবাদিকতার নীতিমালা অমান্য করা এবং একতরফা খবর ছড়ানোর অভিযোগ রয়েছে। আফগানিস্তানের ১৩টি প্রদেশে রেডিও আজাদির সম্প্রচার বন্ধ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আফগান প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাহার বলখি ভয়েস অব আমেরিকাকে লিখিতভাবে জানিয়েছেন, আফগানিস্তানে প্রেস আইন আছে। কোনো সম্প্রচারক এই আইন লঙ্ঘন করলে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। ভয়েস অফ আমেরিকা ও আজাদী রেডিও প্রেস আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে।

এদিকে ভয়েস অব আমেরিকা জানিয়েছে, তারা এর আগে অনুষ্ঠানের বিষয়বস্তু নিয়ে অভিযোগ পেয়েছিলেন। তবে অভিযোগে সুনির্দিষ্টভাবে কোনো ঘটনার উল্লেখ করা হয়নি। অভিযোগ ওঠার একদিন পরই নিষেধাজ্ঞা জারি করে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়। তবে এই নিষেধাজ্ঞা অন্যান্য আন্তর্জাতিক মিডিয়া সম্প্রচারের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

রিপোর্টার্স উইদাউট বর্ডারস জানিয়েছে, মার্কিন-নিয়ন্ত্রিত প্রশাসনের সময় আফগানিস্তানে ৫৪৭টি মিডিয়া আউটলেট ছিল। খামা প্রেস জানিয়েছে, তালিবানরা ক্ষমতায় আসার পর থেকে ২১৯টি প্রিন্ট, অডিও ও ভিজ্যুয়াল মিডিয়া আউটলেট বন্ধ করে দিয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএ/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়