শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হত্যাকারী রোবট’ ব্যবহারের অনুমোদন পেল সানফ্রান্সিসকো পুলিশ

হত্যাকারী রোবট

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইরস সানফ্রান্সিসকো শহরের পুলিশকে ‘হত্যাকারী রোবট’ ব্যাবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ গ্রহনের ফলে বিপজ্জনক পরিস্থিতিতে প্রাণঘাতী রোবট মোতায়েন করতে পারবে পুলিশ। বিবিসি

এই পদক্ষেপের বিরুদ্ধে গঠিত হয়েছে স্টপ কিলার রোবটস গ্রুপ। এই গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, মানুষকে হত্যা থেকে দূরে রাখার এটি একটি খারাপ পদ্ধতি।

সানফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলেছে, বর্তমানে তারা কোন প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত রোবট ব্যবহার করবে না। তবে ভবিষ্যতে কোন বিপজ্জনক পরিস্তিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যাক্তিকে চিহ্নিত করে পুরোপুরিভাবে অক্ষম করে দিতেও সক্ষম এই রোবট।

রোবট ব্যবহারের পক্ষের আইনজীবী বলেন, শুধুমাত্র বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। এই কথার প্রেক্ষিতে বিরোধীরা বলেন, এই রোবট ব্যাবহারের পরিবর্তে পুলিশ বাহিনীর সামরিকীকরণ করা বেশি প্রয়োজন। 

গত বুধবার (৩০ নভেম্বর) এই অনুমোদনের সঙ্গে একটি সংশোধনী যুক্ত করা হয়েছে। এই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, অন্য কোন উপায় না থাকলেই কেবল এই প্রাণঘাতী রোবট ব্যাবহার করতে পারবে পুলিশ কর্মকর্তারা। এছাড়াও সীমিত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই রোবট ব্যাবহারের অনুমোদন দিতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন বোর্ড। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়