শিরোনাম
◈ বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা রাশিয়ার ◈ পাকিস্তানী ঘাতকদের হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক: জয় ◈ ঢাবিতে ইফতারের সময় গান-বাজনা, বাধা দেওয়ায় শিক্ষার্থীকে মারধর ◈ ভারতের কর্ণাটকে শিক্ষা ও চাকরিতে মুসলমানদের কোটা বাতিল ◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হত্যাকারী রোবট’ ব্যবহারের অনুমোদন পেল সানফ্রান্সিসকো পুলিশ

হত্যাকারী রোবট

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইরস সানফ্রান্সিসকো শহরের পুলিশকে ‘হত্যাকারী রোবট’ ব্যাবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ গ্রহনের ফলে বিপজ্জনক পরিস্থিতিতে প্রাণঘাতী রোবট মোতায়েন করতে পারবে পুলিশ। বিবিসি

এই পদক্ষেপের বিরুদ্ধে গঠিত হয়েছে স্টপ কিলার রোবটস গ্রুপ। এই গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, মানুষকে হত্যা থেকে দূরে রাখার এটি একটি খারাপ পদ্ধতি।

সানফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলেছে, বর্তমানে তারা কোন প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত রোবট ব্যবহার করবে না। তবে ভবিষ্যতে কোন বিপজ্জনক পরিস্তিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যাক্তিকে চিহ্নিত করে পুরোপুরিভাবে অক্ষম করে দিতেও সক্ষম এই রোবট।

রোবট ব্যবহারের পক্ষের আইনজীবী বলেন, শুধুমাত্র বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। এই কথার প্রেক্ষিতে বিরোধীরা বলেন, এই রোবট ব্যাবহারের পরিবর্তে পুলিশ বাহিনীর সামরিকীকরণ করা বেশি প্রয়োজন। 

গত বুধবার (৩০ নভেম্বর) এই অনুমোদনের সঙ্গে একটি সংশোধনী যুক্ত করা হয়েছে। এই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, অন্য কোন উপায় না থাকলেই কেবল এই প্রাণঘাতী রোবট ব্যাবহার করতে পারবে পুলিশ কর্মকর্তারা। এছাড়াও সীমিত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই রোবট ব্যাবহারের অনুমোদন দিতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন বোর্ড। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়