শিরোনাম
◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা ◈ হাইকমিশনারকে হুমকি, নয়াদিল্লির প্রেস নোট প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হত্যাকারী রোবট’ ব্যবহারের অনুমোদন পেল সানফ্রান্সিসকো পুলিশ

হত্যাকারী রোবট

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্ষমতাসীন বোর্ড অব সুপারভাইরস সানফ্রান্সিসকো শহরের পুলিশকে ‘হত্যাকারী রোবট’ ব্যাবহারের অনুমতি দেওয়ার পক্ষে ভোট দিয়েছে। এই পদক্ষেপ গ্রহনের ফলে বিপজ্জনক পরিস্থিতিতে প্রাণঘাতী রোবট মোতায়েন করতে পারবে পুলিশ। বিবিসি

এই পদক্ষেপের বিরুদ্ধে গঠিত হয়েছে স্টপ কিলার রোবটস গ্রুপ। এই গ্রুপের সঙ্গে যুক্ত ড. ক্যাথেরিন কনোলি বলেন, মানুষকে হত্যা থেকে দূরে রাখার এটি একটি খারাপ পদ্ধতি।

সানফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলেছে, বর্তমানে তারা কোন প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত রোবট ব্যবহার করবে না। তবে ভবিষ্যতে কোন বিপজ্জনক পরিস্তিতিতে রোবটগুলোকে বিস্ফোরক দিয়ে সজ্জিত করা হবে বলে জানিয়েছেন তারা। তারা আরও বলেন, জীবনের জন্য হুমকি হতে পারে এমন ব্যাক্তিকে চিহ্নিত করে পুরোপুরিভাবে অক্ষম করে দিতেও সক্ষম এই রোবট।

রোবট ব্যবহারের পক্ষের আইনজীবী বলেন, শুধুমাত্র বিপজ্জনক পরিস্থিতিতেই এই রোবট ব্যবহার করা হবে। এই কথার প্রেক্ষিতে বিরোধীরা বলেন, এই রোবট ব্যাবহারের পরিবর্তে পুলিশ বাহিনীর সামরিকীকরণ করা বেশি প্রয়োজন। 

গত বুধবার (৩০ নভেম্বর) এই অনুমোদনের সঙ্গে একটি সংশোধনী যুক্ত করা হয়েছে। এই সংশোধনীতে উল্লেখ করা হয়েছে, অন্য কোন উপায় না থাকলেই কেবল এই প্রাণঘাতী রোবট ব্যাবহার করতে পারবে পুলিশ কর্মকর্তারা। এছাড়াও সীমিত কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা এই রোবট ব্যাবহারের অনুমোদন দিতে পারবে বলে জানিয়েছে ক্ষমতাসীন বোর্ড। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়