মাজহারুল ইসলাম: আফগানিস্তানে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩ নারীসহ ১২ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। বুধবার(২৩ নভেম্বর) দেশটির লোগোর অঞ্চলে এ ঘটনা ঘটে। এ নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে নারী-পুরুষকে বেত্রাঘাতের ঘটনা ঘটলো। বিবিসি
লোগার অঞ্চলের তালেবান মুখপাত্র মানসুর মুজাহিদ বলেছেন, বেত্রাঘাতের পর তিন নারীকে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুরুষদের মধ্যে কয়েকজনকে জেলে নেওয়া হয়েছে। তাদেরকে ১৯ থেকে ৩৯ বার বেত দিয়ে আঘাত করা হয়েছে।
তালেবানের অপর এক কর্মকর্তা জানান, অভিযুক্ত এসব নারী-পুরুষের মধ্যে কেউ অনৈতিক কাজ, কেউ ডাকাতি ও কেউ সমকামিতার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর শাস্তি ভোগ করেছেন।
তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা গত দুই সপ্তাহ আগে পূর্ণ শরিয়া আইন জারির নির্দেশ দেওয়ার পর কাবুলে শরিয়া আইন অনুযায়ী বিচার কার্যক্রম চলার ইঙ্গিত পাওয়া গেলো।
এমআই/এএ