শিরোনাম
◈ ২১ দিন মা–মেয়ের লাশ নিজ ফ্ল্যাটে রেখেই পরিবার নিয়ে দিব্যি বসবাস করছিলেন হত্যাকারী! ◈ ‌বিশ্বকা‌পে বাংলাদেশের জন্য কলকাতা অত্যন্ত নিরাপদ : ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি ◈ পাকিস্তানে ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জনের মৃত্যু ◈ ৫ বছরের মধ্যে সর্বোচ্চ মুনাফায় চট্টগ্রাম বন্দর ◈ ইরান সরকার পতনে বিশ্ববাসীর সহায়তা চাইলেন রেজা পাহলভি ◈ পিএসএলভি ব্যর্থতায় ধাক্কা, মহাকাশ মিশনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ◈ জামায়াত আমিরের ‘রহস্যময়’ পোস্ট! ◈ বাংলাদেশকে যে সুখবর দিয়েছে কুয়েত সরকার ◈ ১৩তম সংসদ নির্বাচন: বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের নকশা বদলাচ্ছে নির্বাচন কমিশন ◈ নির্বাচনি ইশতেহার: প্রতিশ্রুতির কাগজ, নাকি জবাবদিহিতার হাতিয়ার?

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৮:০৭ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২৬, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুল্কের দেওয়াল ভেঙে ফের কাছাকাছি কানাডা-চীন

কানাডা ও চীনের সম্পর্কে দীর্ঘদিন ধরে উত্তেজনা ও টানাপোড়েন চলে আসলেও সম্প্রতি তা নতুন মোড় নিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীন সফরে গিয়ে শুল্কের বাধা কাটিয়ে দ্বিপক্ষীয় বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কঠোর শুল্কনীতিতে দুই দেশই বাণিজ্যিক টানাপোড়েনের মুখে পড়ায় চীন ও কানাডা এখন একে অপরের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে বলে মত বিশ্লেষকদের। এর অংশ হিসেবেই ২০১৭ সালের পর এই প্রথম কোনও কানাডীয় প্রধানমন্ত্রী চীন সফর করলেন।

চীনের রাজধানী বেইজিংয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর দুই দেশের সম্পর্ক মেরামতের সংকেত দিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং কানাডার প্রধানমন্ত্রী কার্নি একে অপরের দেশের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন।

বিবিসি জানায়, এই ঘোষণা অনুযায়ী, ১ মার্চ থেকে কানাডার ক্যানোলা তেলের ওপর শুল্ক ৮৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করবে চীন। ওদিকে, কার্নি সাংবাদিকদেরকে বলেন, চীনের বৈদ্যুতিক যানের (ইভি) ওপর শুল্ক ৬ দশমিক ১ শতাংশে নামিয়ে আনবেন তিনি।

শুল্ক বহুদিন ধরেই চীন-কানাডা সম্পর্কে কাঁটা হয়ে ছিল। পাল্টাপাল্টি শুল্ক আরোপে দুই দেশের বাণিজ্য তলানিতে ঠেকেছিল। ২০২৪ সালে কানাডা চীনা বৈদ্যুতিক যানবাহনের ওপর ১০০ শতাংশ এবং ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর উচ্চ শুল্ক আরোপ করেছিল।

পাল্টা ব্যবস্থা হিসেবে চীন কানাডিয়ার ক্যানোলা তেল, শুকরের মাংস এবং সামুদ্রিক খাবারের ওপর উচ্চ শুল্ক বসায়। বৃহস্পতিবার দুইপক্ষের মধ্যে যে চুক্তি সই হয়েছে, তাতে শুল্কের এই গেরো খুলে বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদার হওয়ার পট প্রস্তুত হয়েছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর ওয়াশিংটনের একতরফা শুল্কনীতির কারণে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তাতে চীন ও কানাডা এখন তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বহুমুখী করতে মরিয়া হয়ে দীর্ঘদিনের শীতল সম্পর্ক ঝেড়ে ফেলে সামনে এগুচ্ছে।

কানাডা‑চীনের সম্পর্ক খারাপ হয়েছিল ২০১৮ সালে। যখন চীনের টেক জায়ান্ট হুয়াওয়ে টেলিকমের এক শীর্ষ কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রের অনুরোধে গ্রেপ্তার করে কানাডা এবং চীন এর জবাবে দুইজন কানাডীয় নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে।

এরপর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য ও রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বেড়ে যায় এবং দুই দেশই পাল্টাপাল্টি শুল্ক আরোপের প্রতিযোগিতায় নামে।

এই প্রেক্ষাপটে কানাডার প্রধানমন্ত্রী কার্নির চীন সফরকে দুই দেশের জন্য এক মোড় পরিবর্তন হিসাবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুই দেশ বাণিজ্য সহযোগিতা এবং জ্বালানি বিষয়ক কয়েকটি চুক্তি সই করেছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়