শিরোনাম
◈ নির্বাচ‌নে অংশ নি‌চ্ছে ৫১টি রাজনৈতিক দল, আইন না থাকার কারণেই কি কমছে নারী প্রার্থীর সংখ্যা?  ◈ চার প্রতিষ্ঠানের নির্বাচনি জরিপে যা জানা গেল ◈ ‌সে‌প্টেম্ব‌রে এশিয়ান গেমসে দেখা যাবে ভারত–পাকিস্তান লড়াই?‌ ◈ যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করল ইরান ◈ ইএফএল কাপে চেল‌সি‌কে হা‌রি‌য়ে ফাইনালের পথে আর্সেনাল ◈ আজও ঢাকার তিন গুরুত্বপূর্ণ স্থানে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি ◈ হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ পরিশোধ করেছেন, মামলা নিষ্পত্তির নির্দেশ ◈ ১০ বছর ধরে একাধিক পরকীয়ায় যুক্ত ব‌ক্সিং‌য়ে ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, বিবাহবিচ্ছিন্ন স্বামীর ◈ ধুন্ধুমার ক্রিকেট যুদ্ধে শচীন ও অমিতাভ বচ্চন! ব‌লিউড শাহেনশার জয় ◈ ৬ হাজার ৭৫৫ কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত অবস্থায় বাতিল ২৯ প্রকল্প

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৬, ০৯:০৯ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় পাসপোর্টের বিশ্বব্যাপী চাহিদা, সুযোগ থাকতেই লুফে নিন

ভ্রমণপিপাসু এবং প্রবাসীদের কাছে দ্বৈত নাগরিকত্ব সবসময়ই অত্যন্ত কাঙ্ক্ষিত।  আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে বিদেশের মাটিতে স্থানীয়দের মতো দাপটে চলা, সীমান্তে দীর্ঘ লাইন এড়ানো কিংবা স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাওয়ার জন্য অনেকেই এখন দ্বিতীয় পাসপোর্টের দিকে ঝুঁকছেন।  

এমনকি হলিউড তারকা জর্জ ক্লুনিও ২০২৫ সালের শেষ দিকে সপরিবারে ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন।  যারা কোনো স্পন্সর ছাড়াই বিদেশে থাকতে বা কাজ করতে চান, তাদের জন্য দ্বিতীয় পাসপোর্ট যেন এক জাদুর কাঠি। 

বর্তমানে যাদের দেশ ছাড়ার তাৎক্ষণিক পরিকল্পনা নেই, তারাও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে একে একটি বিমা বা 'ইনস্যুরেন্স পলিসি' হিসেবে দেখছেন।

একবিংশ শতাব্দীর ভূ-রাজনীতিতে পরিবর্তনের ফলে নাগরিকত্ব পাওয়ার পথ এখন বেশ কণ্টকাকীর্ণ। ২০২৫ সালে ইউরোপের অনেক দেশ বংশসূত্রে বা অর্থের বিনিময়ে নাগরিকত্ব (গোল্ডেন পাসপোর্ট) পাওয়ার নিয়ম উল্লেখযোগ্যভাবে কঠোর করেছে।  এমনকি যুক্তরাষ্ট্রেও এর বিরোধিতা শুরু হয়েছে। রিপাবলিকান সিনেটর বার্নি মোরেনো 'এক্সক্লুসিভ সিটিজেনশিপ অ্যাক্ট' নামে একটি বিল প্রস্তাব করেছেন।  এটি পাস হলে মার্কিন নাগরিকদের জন্য অন্য দেশের নাগরিকত্ব রাখা অসম্ভব হয়ে পড়বে।  তবে বিশ্লেষক পিটার স্পিরোর মতে, এটি অনেকটা প্রতীকী প্রস্তাব এবং বড় ধরণের বাধার মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

সঠিক পরিসংখ্যান পাওয়া কঠিন হলেও দ্বৈত নাগরিকত্বের জনপ্রিয়তা যে বাড়ছে তার প্রমাণ মেলে বিভিন্ন জরিপে।  যুক্তরাজ্যের ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী, দেশটির ২ দশমিক ১ শতাংশ মানুষ একাধিক পাসপোর্টধারী।  যা আগের দশকের তুলনায় দ্বিগুণ।  

শক্তিশালী পাসপোর্টের তালিকায় যুক্তরাষ্ট্র পিছিয়ে ১২তম অবস্থানে চলে আসায় অনেক মার্কিন নাগরিক এখন বিকল্প খুঁজছেন।  গ্যালপ-এর জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজন মার্কিনির একজন দেশ ছাড়তে আগ্রহী, যার মধ্যে তরুণীদের হার সবচেয়ে বেশি।  হেনলি অ্যান্ড পার্টনারস-এর তথ্যমতে, তাদের বর্তমান গ্রাহকদের একটি বড় অংশই এখন আমেরিকান এবং ব্রিটিশ।

নাগরিকত্ব পাওয়ার প্রধান পথসমূহ

সাধারণত তিনটি উপায়ে অন্য দেশের নাগরিকত্ব লাভ করা যায়।  প্রথমটি হলো বংশসূত্র, যেখানে পূর্বপুরুষের নাগরিকত্ব প্রমাণ করতে হয়।  দ্বিতীয়টি হলো ন্যাচারালাইজেশন, যার জন্য নির্দিষ্ট দেশে ৫ থেকে ১০ বছর বৈধভাবে বসবাস, ভাষা ও সংস্কৃতির জ্ঞান এবং সচ্চরিত্রের প্রমাণ দিতে হয়। তৃতীয় পথটি হলো বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব, যা মূলত ধনীদের জন্য।  নির্দিষ্ট পরিমাণ অর্থ কোনো দেশের অর্থনীতিতে বিনিয়োগ করলে সরাসরি পাসপোর্ট বা বসবাসের অনুমতি পাওয়া যায়।

সুবিধা ও বিদ্যমান ঝুঁকি

দ্বিতীয় পাসপোর্টের সুবিধা অনেক; এটি অন্য দেশে বসবাসের স্বাধীনতা দেয়, সন্তানদের শিক্ষার সুযোগ বাড়ায় এবং ভিসা-মুক্ত ভ্রমণের পরিধি বিস্তৃত করে।  তবে এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন, দ্বৈত নাগরিকত্ব থাকলে অনেক ক্ষেত্রে দুই দেশকেই কর দিতে হয়।  এছাড়া কিছু দেশে বাধ্যতামূলক সামরিক সেবা বা মিলিটারি সার্ভিসের বাধ্যবাধকতা থাকে, যা যুদ্ধের সময় বড় ঝুঁকি তৈরি করতে পারে।  আবার আর্জেন্টিনা বা ইরানের মতো দেশ নাগরিকত্ব ত্যাগের বিষয়টি সহজে স্বীকার করে না।

২০২৫ সালে ইতালি বংশসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়ম সীমিত করেছে এবং মাল্টার মতো দেশগুলো তাদের গোল্ডেন পাসপোর্ট কর্মসূচি বন্ধ করে দিয়েছে।  তবে ইউরোপে দরজা বন্ধ হলেও ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলো এখনো বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিচ্ছে।  প্রশান্ত মহাসাগরের নাউরু জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় অর্থ সংগ্রহের লক্ষ্যে নাগরিকত্ব দেওয়ার বিশেষ প্রকল্প চালু করেছে।  অন্যদিকে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও এল সালভাদর নতুন বিনিয়োগ কর্মসূচি নিয়ে এগিয়ে আসছে।

আইনের কঠোরতা থাকলেও মেধা বা বিশেষ অবদানের ভিত্তিতে নাগরিকত্ব পাওয়ার সুযোগ এখনো রয়ে গেছে।  জর্জ ক্লুনি বা টম হ্যাঙ্কসের মতো ব্যক্তিত্বরা বিশেষ কোটায় নাগরিকত্ব পেয়েছেন। 

আইনজ্ঞদের মতে, নাগরিকত্বের নিয়মগুলো যেকোনো সময় বদলে যেতে পারে।  ইতালির সাম্প্রতিক কড়াকড়ি তার বড় উদাহরণ।  তাই যাদের যোগ্যতা বা সুযোগ আছে, তাদের জন্য এখনই দ্বিতীয় পাসপোর্টের সুযোগ লুফে নেওয়া বুদ্ধিমানের কাজ। কারণ আজকের যোগ্যতা আগামীকালের পরিবর্তিত আইনে অযোগ্যতা বলে গণ্য হতে পারে। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়