শিরোনাম
◈ জলবায়ু অভিঘাত মোকাবিলা হলে পোশাক রপ্তানি ছাড়াবে ১২ হাজার কোটি ডলার ◈ আদানির বিদ্যুৎ কিনে দুই বছরে পিডিবির লোকসান প্রায় ১৪ হাজার কোটি টাকা ◈ আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সারজিও গোরকে প্রধান উপদেষ্টা ◈ নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী ◈ বিএনপির কেনা বুলেটপ্রুফ বাস দেশে পৌঁছেছে, নিবন্ধন পেল তারেক রহমানের হার্ড জিপ ◈ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জেরে আসামে হাই অ্যালার্ট, সীমান্তে কড়া নজর মুখ্যমন্ত্রীর ◈ মিত্রদের জন্য কতটি আসন ছাড়বে বিএনপি? ◈ বিএনপি মনোনীত প্রার্থীর জাল সম্পদ ও অর্থ পাচার মামলায় দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ হিন্দুত্ববাদী সংগঠনের ভাঙচুরে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ◈ দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৫ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় প্রক্সি ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত ১৪

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুই পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও)‘ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর ১৪ সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

রোববার (২১ ডিসেম্বর) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর ডেরা ইসমাইল খান ও বান্নু জেলায় সন্ত্রাসীদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে দুটি অভিযান পরিচালনা করা হয়। ডেরা ইসমাইল খান জেলায় পরিচালিত প্রথম অভিযানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর চারজন সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে বান্নু জেলায় চালানো পৃথক অভিযানে আরও পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করে নিরাপত্তা বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ অঞ্চলে আর কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিত করতে স্যানিটাইজেশন অভিযান চলছে এলাকাটিতে।

উল্লেখ্য, আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে হামলা বৃদ্ধি পেয়েছে।

আফগানিস্তান থেকে সীমান্ত পারাপার হয়ে সন্ত্রাসবাদের কারণে উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে দুই দেশের মধ্যে।

সম্প্রতি ইসলামাবাদ আফগান তালেবান সরকারকে তীব্র প্রতিবাদ জানায়। কারণ, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও অন্যান্য গোষ্ঠীকে সহায়তা দেয়ার অভিযোগে তালেবান সরকারকে দায়ী করছে পাকিস্তান। মূলত টিটিপিকেই ভারতীয় মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ বলে থাকে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়