শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের রাজধানীতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণ, আগুনে পুড়ল একাধিক যানবাহন

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকের এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লি পুলিশ বলেছে, ঐতিহাসিক লাল কেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।

বিস্ফোরণস্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর সেখানে ব্যাপক সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং একাধিক গাড়ি আগুনে পুড়ছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে একটি গাড়ির দরজা উড়ে গেছে। এছাড়া অপর একটি গাড়ি একেবারে ধ্বংস এবং আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। বিস্ফোরণে আহত কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পর অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের ফরেনসিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐহিতাসিক লাল কেল্লা ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। একই সঙ্গে এই স্থাপনা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রও।

সূত্র: এনডিটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়