শিরোনাম
◈ বিএনপির প্রার্থী তালিকা নিয়ে বিরোধ সামলাতে 'নিরপেক্ষ প্রতিষ্ঠানের যাচাই' ◈ ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ কাকে ইঙ্গিত করে পোস্ট দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমল ◈ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব : মীর স্নিগ্ধ ◈ স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদনের তারিখ ঘোষণা ◈ মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের জরুরি নির্দেশনা ◈ ৪ স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার ◈ বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের নতুন সামরিক ঘাঁটি: শিলিগুড়ি করিডোর ঘিরে ‘নীরব শক্তি প্রদর্শন’ বলছে টিআরটি ওয়ার্ল্ড

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘড়ির জগতে নতুন ইতিহাস: পাটেক ফিলিপের ঘড়ি মাত্র ৯ মিনিটে ২১৪ কোটি টাকায় বিক্রি

ঘড়ির জগতে আবারও ইতিহাস গড়ল পাটেক ফিলিপ। ১৯৪৩ সালে নির্মিত এই বিরল হাতঘড়িটি মাত্র সাড়ে নয় মিনিটে বিক্রি হয়েছে ১৪.১৯ মিলিয়ন সুইস ফ্রাঁ দামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। নিলামটি পরিচালনা করেছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ফিলিপস, আর আয়োজনটি হয় জেনেভার হোটেল প্রেসিডেন্টে।

নিলাম সংস্থা জানায়, মাত্র পাঁচজন দরদাতা অংশ নিলেও প্রতিযোগিতা ছিল রোমাঞ্চকর। শেষ পর্যন্ত ফোনের মাধ্যমে এক ক্রেতা ঘড়িটি অর্জন করেন।

বিরল এই ঘড়িটির নাম Patek Philippe Perpetual Calendar Chronograph Reference 1518। এটি তৈরি হয়েছিল স্টেইনলেস স্টিল দিয়ে, যা একে সোনার সংস্করণের চেয়েও বেশি মূল্যবান করেছে। জানা গেছে, পাটেক ফিলিপ ২৮০টি রেফারেন্স ১৫১৮ ঘড়ি তৈরি করেছিল, যার বেশিরভাগই ছিল হলুদ বা গোলাপি সোনায় মোড়ানো। তবে স্টিল সংস্করণ মাত্র চারটি, আর এবারে বিক্রিত ঘড়িটিই সেই প্রথমটির একটি।

এই একই ঘড়িটি ২০১৬ সালেও রেকর্ড গড়েছিল, যখন এটি বিক্রি হয়েছিল ১১ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১৬৮ কোটি টাকায়)। তবে পরের বছরই সেই রেকর্ড ভেঙে দেয় হলিউড অভিনেতা পল নিউম্যানের রোলেক্স ডেটোনা, যার দাম উঠেছিল ১৭.৮ মিলিয়ন ডলার (প্রায় ২১৭ কোটি টাকা)। আর ২০১৯ সালে পাটেক ফিলিপেরই আরেক ঘড়ি গ্র্যান্ডমাস্টার চাইম বিক্রি হয় ৩১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি ৩৫ লাখ টাকা—নতুন বিশ্বরেকর্ড হিসেবে।

ফিলিপস জানিয়েছে, “Reference 1518 প্রমাণ করেছে, এটি কেবল একটি হাতঘড়ি নয়— এটি সময়ের ইতিহাসের অংশ। নকশা, কারিগরি উৎকর্ষতা ও বিরলতার এক অনন্য সংমিশ্রণ।”

উল্লেখযোগ্যভাবে, ১৯৪১ সালে বাজারে আসা রেফারেন্স ১৫১৮ ছিল বিশ্বের প্রথম সিরিয়ালি উৎপাদিত পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ ঘড়ি— যা ঘড়ি নির্মাণের ইতিহাসে মাইলফলক স্থাপন করেছিল।

দুই দিনের এই বিশাল নিলামে মোট ২০৭টি ঘড়ি বিক্রি হয়, যার মোট মূল্য ৬৬.৮ মিলিয়ন সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি ৯৪ লাখ টাকার বেশি)। এটি কোনো ঘড়ি নিলামের ইতিহাসে সর্বোচ্চ মোট বিক্রির নতুন রেকর্ড।

নিলামটিতে অংশ নেয় বিশ্বের ৭২টি দেশের ১,৮৮৬ জন নিবন্ধিত দরদাতা, যার মধ্যে ছিলেন বহু নামকরা সংগ্রাহক ও বিলাসবহুল ব্র্যান্ডের প্রতিনিধিরা। 

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়