শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ১১:৫৫ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেন-জিদের জন্য ফ্রি ইউরোপ ট্রিপ, বাংলাদেশিরা কি সুযোগ পাবে?

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন চুক্তির ৪০ বছর পূর্তি উপলক্ষে তরুণদের জন্য ঘোষণা করা হয়েছে এক অনন্য উদ্যোগ—‘ডিসকভার ইউরোপ’ (DiscoverEU)। এই প্রোগ্রামের আওতায় ১৮ বছর বয়সী তরুণদের মধ্যে ৪০ হাজার ফ্রি ট্রাভেল পাস বিতরণ করা হবে।

ইউরোপীয় কমিশনের এই কর্মসূচি মূলত ইউরোপীয় ঐক্য, মূল্যবোধ এবং মহাদেশজুড়ে ভ্রমণের স্বাধীনতা উদযাপনের অংশ হিসেবে চালু করা হয়েছে। চলতি শীতেই প্রোগ্রামের নতুন ধাপ শুরু হয়েছে, যেখানে বিজয়ীরা ইউরোপের বিভিন্ন দেশে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।

কারা আবেদন করতে পারবেন: আবেদন করার যোগ্যতা অনুযায়ী অংশগ্রহণকারীদের অবশ্যই ২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের যেকোনো একটিতে অথবা ইরাসমাস+ সংশ্লিষ্ট দেশগুলোতে (আইসল্যান্ড, লিচেনস্টাইন, উত্তর ম্যাসেডোনিয়া, নরওয়ে, সার্বিয়া ও তুরস্ক) বসবাস করতে হবে।

ADVERTISEMENT
এছাড়া আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০০৭ সালের মধ্যে, অর্থাৎ ২০২৫ সালে যার বয়স ১৮ পূর্ণ হবে।

বাংলাদেশিরা আবেদন করতে পারবেন না: যেহেতু বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয় এবং ইরাসমাস+ সংশ্লিষ্ট দেশগুলোর তালিকাতেও নেই, তাই বাংলাদেশি নাগরিক বা বাংলাদেশে বসবাসরত তরুণরা এই প্রোগ্রামে সরাসরি আবেদন করতে পারবেন না।

নির্বাচনের পদ্ধতি: আবেদনকারীদের একটি অনলাইন ফর্ম পূরণ করতে হয় এবং ইইউর ইতিহাস, সংস্কৃতি ও টেকসই উন্নয়ন সম্পর্কিত ছয়টি প্রশ্নের একটি কুইজে অংশ নিতে হয়। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হয়।

নির্বাচিত তরুণরা ২০২৬ সালের ১ মার্চ থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত সময়ে ১ থেকে ৩০ দিনের জন্য ইউরোপের ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।

‘ডিসকভার ইউরোপ’ প্রোগ্রামটি ২০১৮ সালে চালু হয়েছিল। এ পর্যন্ত প্রায় ২ লাখ তরুণ এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ ভ্রমণের সুযোগ পেয়েছেন।

তবে ইউরোপীয় কমিশন ভবিষ্যতে এই উদ্যোগকে আরও সম্প্রসারণের কথা ভাবছে, যাতে ইইউ-বহির্ভূত দেশগুলোর তরুণরাও কোনোভাবে অংশ নিতে পারেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়