শিরোনাম
◈ বাংলাদেশে অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীকে কাজ করতে দেওয়া হবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, ভারী বর্ষণের শঙ্কা ◈ খেলতে গিয়ে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, চলছে নিখোঁজ দুইজনের উদ্ধারকাজ ◈ শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ তুরস্কে ১,৬০০ বছরের প্রাচীন ওয়াইন তৈরির কারখানা উদ্ধার! ◈ ভারতের ৩৯% অবিবাহিত মনে করেন বিয়ে আর জীবনের মাইলফলক নয়, এটি ঐচ্ছিক ◈ বাংলাদেশে চতুর্থ গণভোটের আলোচনা: সংবিধানে কী আছে, আগের অভিজ্ঞতা কী বলছে ◈ বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ ◈ অন্তর্বর্তী সরকারের আমলেও কেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হলো না?  ◈ নূর ভাই বেঁচে আছেন, সে বেঁচে থাকা মৃত‍্যুর চেয়ে একটু ভালো: অভিনেতা আফজাল হোসেন

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বেঙ্গালুরুতে ডেলিভারি বয়কে ধাওয়া করে হত্যার অভিযোগে দম্পতি গ্রেফতার

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরু শহরে গাড়ির সঙ্গে স্কুটারের ধাক্কা লেগে গ্লাস ভেঙে যাওয়ায় খাবার ডেলিভারি করা এক যুবককে ধাওয়া করে হত্যার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। বেঙ্গালুরু শহরে নাটরাজা লেআউটে গত ২৫ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে। খবর টাইমস নাও নিউজের।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন কেরালার বাসিন্দা ৩২ বছর বয়সী মার্শাল আর্ট প্রশিক্ষক মনোজ কুমার এবং তার স্ত্রী জম্মু ও কাশ্মীরের ৩০ বছর বয়সী আরতি শর্মা।

নিহত যুবক দর্শন কেমবাট্টালির বাসিন্দা এবং অবিবাহিত ছিলেন। 

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২৫ অক্টোবর রাত ৯টার দিকে দর্শন খাবার সরবরাহ করতে যাচ্ছিলেন। তাড়াহুড়োয় তার স্কুটারের মনোজের গাড়ির গ্লাসে ধাক্কা লাগে। দর্শন সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে দ্রুত চলে যান; কিন্তু এতে মনোজ প্রচণ্ড ক্ষিপ্ত হন।

তিনি গাড়ি নিয়ে দর্শনের পিছু নেন এবং কিছু দূরে তার স্কুটারটি দেখতে পান। তখন তিনি গাড়ি ঘুরিয়ে দর্শনের স্কুটারকে পেছন থেকে ধাক্কা মারেন। দর্শনের সঙ্গে তার বন্ধু বরুণও ছিলেন।

স্থানীয় লোকজন আহত দুই তরুণকে হাসপাতালে নিয়ে যান।

চিকিৎসকরা জানান, দর্শনকে মৃত অবস্থায় আনা হয়েছে। পরে দর্শনের বোন অজ্ঞাত এক গাড়িচালকের বিরুদ্ধে জে পি নগর ট্রাফিক থানায় হিট-অ্যান্ড-রান মামলা দায়ের করেন।

পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখতে পায়, গাড়িচালক ইচ্ছাকৃতভাবে স্কুটারটিকে আঘাত করেছেন। ভিডিওতে দেখা যায়, গাড়িটি হঠাৎ বাঁ দিকে ঘুরে দর্শনের স্কুটারকে ধাক্কা দেয় এবং তারপর দ্রুত পালিয়ে যায়।

পরবর্তী সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৪০ মিনিটের দিকে অভিযুক্ত দম্পতি পুনরায় ঘটনাস্থলে ফিরে আসে।

তারা মুখে মাস্ক পরে গাড়ির ভাঙা অংশ সংগ্রহ করতে থাকে এবং কিছুক্ষণ সেখানে অবস্থান করে।

অবশেষে পুলিশ ওই দম্পতিকে গ্রেপ্তার করে এবং বুধবার স্থানীয় আদালতে হাজির করে। আদালত তাদের ১৪ দিনের বিচারিক হেফাজতের নির্দেশ দিয়েছেন। সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়