চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ওই সংঘাতে ‘ব্র্যান্ড নিউ, বিউটিফুল’ সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
জাপানের টোকিওতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন,‘বড় পারমাণবিক শক্তিধর দুই দেশ যুদ্ধ করছিল। তখন সাতটি নতুন, সুন্দর যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আমি তখন মোদি ও শেহবাজ শরিফ দুজনকেই বলেছিলাম-যুদ্ধ করলে বাণিজ্য বন্ধ।’ খবর আরব নিউজের।
ট্রাম্প দাবি করেন, তার বাণিজ্য স্থগিতের হুমকিতেই ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারত তার এ দাবি অস্বীকার করেছে। ৭ মে আকাশযুদ্ধটি রাতের আঁধারে হয়েছিল। আনুমানিক ১১০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়।
পাকিস্তান দাবি করে ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছিল সশস্ত্র বাহিনী। তবে ভারত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা জানায়নি।বিশেষজ্ঞরা এটিকে দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন।
সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যখন সেখানে এক হামলায় ২৬ জন নিহত হয়। নয়াদিল্লি অভিযোগ করে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। ইসলামাবাদ তা অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন,‘ ভারত-পাকিস্তানসহ আজারবাইজান-আর্মেনিয়া, মিসর-ইথিওপিয়া, এমনকি ইসরায়েল-ইরান উত্তেজনা কমাতে আমার হুমকিই ৭০ শতাংশ ভূমিকা রেখেছিল।’ তবে ভারত জানিয়েছে, যুদ্ধবিরতি নিজেদের কূটনৈতিক উদ্যোগে হয়েছে, ট্রাম্পের দাবি অতিরঞ্জিত।