শিরোনাম
◈ বাংলাদেশে অভিনব কৌশলে প্রবেশ ভারতীয় নাগরিকের, ধরল বিজিবি ◈ আমি মদ খাই, আমার লাইসেন্স আছে: চাঁদপুরে আটক হওয়া তরুণী (ভিডিও) ◈ সতর্ক করল সরকার: ক্ষতিকর রঙ মিশিয়ে ‘মুগ’ ডাল নামে বিক্রি ◈ সঞ্চয়পত্র সিস্টেমে জালিয়াতি: বাংলাদেশ ব্যাংকের পাসওয়ার্ড ব্যবহার করে ২৫ লাখ টাকা হাতিয়ে নিল জালিয়াত চক্র ◈ চালু হচ্ছে ‘এনইআইআর’: অবৈধ মোবাইল বন্ধ, বিদেশি ফোনেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ◈ জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার সুযোগই নেই: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ আরও এক দেশে জনশক্তি রপ্তানি নিয়ে সুখবর ◈ ব্যাটিং ব্যর্থতায় ও‌য়েস্ট ইন্ড‌জের কা‌ছে সিরিজ হার‌লো বাংলাদেশ ◈ নির্বাচনকালীন পদায়ন নভেম্বরেই, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের তারিখ ঘোষণা ◈ ঐকমত্য কমিশনের প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫, ০১:৫১ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় মুখোমুখি, অতঃপর...

মালয়েশিয়ায় দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান শীর্ষ সম্মেলনে ফাঁকে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকের বড় একটি অংশজুড়ে ছিল নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চলমান বাণিজ্য দ্বন্দ্বের বিষয়টি।

সোমবার (২৭ অক্টোবর) বৈঠকের পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেছেন এস জয়শঙ্কর। খবর এনডিটিভির।

নিজের এক্স পোস্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, কুয়ালালামপুরে আজ সকালে মার্কো রুবিওর সঙ্গে দেখা করে ভালো লাগছে। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সব মিলিয়ে বৈঠকটি ফলপ্রসু হয়েছে।

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পটভূমিতে কুয়ালালামপুরে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হলো।

মালয়েশিয়ায় এবার আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন চলছে। সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালো হলেও সময়সূচির ব্যস্ততার কথা বলে এতে অংশ নেননি তিনি।

তবে, সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফলে, আসিয়ান সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও মোদির বৈঠক হতে পারে এরকম প্রতিবেদন প্রকাশিত হলেও শেষ পর্যন্ত দুই নেতার বহুল প্রতিক্ষিত বৈঠকটি আর হয়নি।

এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, আলোচনা চলছে; তবে কোনো সময়সীমা মেনে বা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে কোনো চুক্তি করবে না নয়াদিল্লি।

এর আগে, রোববার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন এবং থাই পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও পৃথক বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়