৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো। এর ফলে উল্লেখিত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানি শূন্যে নেমে আসে।
জামার্ন চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সরকার গত আগস্টে ইসরাইলে অস্ত্র রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এর ফলে দেশটিতে জার্মান অস্ত্র রফতানি শূন্যে নেমে এসেছে।
জার্মানির বামপন্থী দল ডি লিঙ্কে’র সংসদ সদস্য উলরিশ থোডেনের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ডয়চে ভেলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে বার্তাসংস্থা ডিপিএর খবরে বলা হয়, ৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানির অনুমতি পায়নি জার্মান প্রতিষ্ঠানগুলো। এর ফলে উল্লেখিত সময়ে ইসরাইলে অস্ত্র রফতানি শূন্যে নেমে আসে।
এর আগে, গত ৮ মার্চ জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ জানান, গাজা যুদ্ধে ব্যবহৃত হতে পারে এমন সামরিক সরঞ্জাম আপাতত রফতানির অনুমতি দেবে না জার্মান সরকার।
সে সময় ফিলিস্তিনিদের প্রতি আচরণের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের ক্রমাগত সমালোচনা করছিল জার্মান সরকার। যদিও এর জন্য দেশটির ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি জার্মানি।