শিরোনাম

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪০ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল হল অতিরিক্ত আত্মবিশ্বাস! খালি হাতে গোখরো ধরতে গিয়ে কামড় খেলেন কনস্টেবল, মৃত্যু এক ছোবলেই

পেশায় পুলিশ কনস্টেবল হলেও, তিনি পরিচিত ছিলেন ‘সাপের ওস্তাদ’ হিসেবে। কোথাও সাপের দেখা মিললেই ডাক পড়ত তার। কিন্তু সেই দক্ষতাই কাল হলো। বিষধর গোখরো সাপের কামড়ে প্রাণ দিলেন মধ্যপ্রদেশের ইনদওরের কনস্টেবল সন্তোষ সিংহ। গত শনিবার রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কনস্টেবল সন্তোষ প্রায় ১৭ বছর ধরে ইনদওরের প্রথম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ঘটনার দিন রাত ৯টার দিকে পুলিশের ঘোড়ার আস্তাবলে একটি সাপ দেখা যায়। সাপ ধরতে পারদর্শী হওয়ায় তাকে ডেকে পাঠানো হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়াই খালি হাতে সাপটিকে ধরে ফেলেন। তিনি যখন সাপটিকে হাত দিয়ে পেঁচিয়ে ধরেছিলেন, তখনই গোখরোটি তার হাতে কামড় দেয়।

সাপে কামড়ানোর পরও সন্তোষকে তেমন বিচলিত হতে দেখা যায়নি। বরং তিনি তার কামড়ানো আঙুল মুখে পুরে চুষতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ভিডিওটি দেখার পর নেটিজেনরা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিষধর সাপ ধরতে গিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এবং সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা কতটা ঝুঁকিপূর্ণ, তা এই ঘটনা আবারও প্রমাণ করে। 

সূত্র: আনন্দবাজার .কম 

  • সর্বশেষ
  • জনপ্রিয়