শিরোনাম
◈ বড় পরিবর্তন আসছে গ্রিন কার্ডের আবেদনে ◈ এবার বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের মার্কিন ভিসা নিয়ে যে দুঃসংবাদ দিলেন যুক্তরাষ্ট্র ◈ আমি কোন পরিস্থিতিতে আছি পৃথিবীর কাউকে বুঝাইতে পারব না, আমি মিরজাফর না: ক্ষমা চেয়ে রাহি বললেন (ভিডিও) ◈ লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজন আটক, ডিআরইউতে ‘মঞ্চ ৭১’-এর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা(ভিডিও) ◈ ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে ৩ কোটি ৮৩ লাখ ডলারের মাছ রফতানি ◈ রূপপুর পরমাণু কেন্দ্র পরিদর্শনের পর যা জানাল আইএইএর বিশেষজ্ঞ দল ◈ বাংলাদেশের বিমানবাহিনীর আধুনিকায়ন: চীনের ১২টি জে-১০সি জঙ্গি বিমান কিনতে চায় বাংলাদেশ ◈ এক বাক্সে যাবে না ইসলামী দলের ভোট! ◈ ম‌্যান‌চেস্টার  ইউনাই‌টে‌ডের বেহাল দশা, কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায় ◈ নতুন আই‌নে অনলাইন গে‌মিং বিল পাস হওয়ায় ভার‌তের ক্রিকেট শি‌ল্পে ২০ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫, ০৮:৪৯ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর পর চারবার ট্রাম্পের ফোন, একবারও ধরলেন না মোদি

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফোনে কথা বললে মোদির সাথে কথোপকথন নিয়ে ট্রাম্প আবার যদি কোন ‘ভুল ব্যাখ্যা’ করেন, সেই আশঙ্কায় তার ফোন ধরতে চাইছেন না ভারতীয় প্রধানমন্ত্রী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মোদি তার ফোন এড়িয়ে গেছেন।

জার্মানির এক সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছে। অনুরূপ দাবি রয়েছে জাপানি সংবাদমাধ্যমেও। তবে কোনো গণমাধ্যমই সূত্র প্রকাশ করেনি।

বুধবার থেকে ভারতের উপর ট্রাম্পের আরোপিত বাড়তি শুল্ক কার্যকর হয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকা ও ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে যখন টানাপড়েন চলছে, তখন দুই বিদেশী সংবাদমাধ্যমের রিপোর্ট তাতে আলাদা মাত্রা যোগ করেছে।

আনন্দবাজারডটকম এই দাবির সত্যতা যাচাই করেনি।

জার্মানির সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টের আলগেমাইনে জাইটুং এক প্রতিবেদনে লিখেছে, ‘সম্প্রতি ট্রাম্প ফোনে চার বার মোদির সাথে যোগাযোগের চেষ্টা করেছেন। কিন্তু মোদি তার ফোন তোলেননি।’ আবার জাপানের পত্রিকা নিক্কেই এশিয়া-তে গত ২৪ আগস্ট দাবি করা হয়েছে, সমঝোতার জন্য সম্প্রতি অনেকবার ট্রাম্প মোদিকে ফোন করেছিলেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বারবার ফোন এড়িয়ে গেছেন।

জাপানের ওই পত্রিকা ভারতীয় এক কূটনীতিবিদকে উল্লেখ করে এই তথ্য জানিয়েছে। এ নিয়ে ওয়াশিংটন বা নয়াদিল্লির তরফে কোনো মন্তব্য এখনো করা হয়নি।

কেন ট্রাম্পের সাথে ফোনে কথা বলতে চাইছেন না মোদী? তার কারণও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তাতে রয়েছে পাকিস্তানের প্রসঙ্গ। গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর ভারত ও পাকিস্তান যে সেনা সঙ্ঘাতে জড়িয়ে পড়েছিল, তা থামানোর কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। তিনি জানান, শুল্কের হুঁশিয়ারি দিয়ে যুদ্ধরত দুই দেশকে তিনি সঙ্ঘর্ষবিরতিতে রাজি করিয়েছেন। এই দাবি প্রথম থেকেই নয়াদিল্লি উড়িয়ে দিয়েছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফোনে কথা বললে মোদির সাথে কথোপকথন নিয়ে ট্রাম্প আবার যদি কোন ‘ভুল ব্যাখ্যা’ করেন, সেই আশঙ্কায় তার ফোন ধরতে চাইছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। কিছু দিন আগে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার কথা বলেছিলেন ট্রাম্প। তা নিয়েও মোদি অসন্তুষ্ট বলে দাবি।

গত জুন মাসে কানাডায় জি২০ সম্মেলনের পর ট্রাম্পের সাথে মোদীর সাক্ষাত হওয়ার কথা ছিল। কিন্তু ট্রাম্প আগে বেরিয়ে যাওয়ায় সেই সম্ভাবনা ভেস্তে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়