শিরোনাম
◈ রাখাইনে তুমুল যুদ্ধ, ১৪টি শহর বিদ্রোহীদের দখলে, নজর রাখছে চীন ও ভারত ◈ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে: সালাহ উদ্দিন আহমদ ◈ খালেদা জিয়ার সঙ্গে রোববার সন্ধ্যায় বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের ঘোষণা কার্নির ◈ আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, এখন অনেক ক্ষেত্রেই তারা অসহায়: মির্জা ফখরুল ◈ পরাজ‌য়ে শুরু, পরাজয় দি‌য়ে শেষ বাংলা‌দেশ দ‌লের টপ এন্ড টি-টোয়েন্টি ক্রিকেট ◈ আমাকেও বাংলাদেশে ঠেলে দেওয়া হতে পারে: অমর্ত্য সেন ◈ ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ‘ঐতিহাসিক’ বলছে ইসলামাবাদ ◈ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় জানাল এনসিটিবি ◈ মামুনুল হক যা বললেন জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫, ০২:৪৭ দুপুর
আপডেট : ২৩ আগস্ট, ২০২৫, ১০:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘনিষ্ঠ সহযোগীকে ভারতের রাষ্ট্রদূত করলেন ট্রাম্প

নিজের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী সার্জিও গোরকে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বর্তমানে হোয়াইট হাউসের প্রেসিডেস্ট পারসোনেল অফিসের পরিচালকের দায়িত্বে আছেন গোর। ৩৮ বছর বয়সী গোর খুব দ্রুতই রক্ষণশীল রাজনীতিতে উঠে আসেন এবং হোয়াইট হাউসের সবচেয়ে শক্তিশালী সহযোগীদের একজন হয়ে ওঠেন। তার ওপর ৪ হাজার কর্মী বাছাইয়ের দায়িত্ব দেয়া হয়। এদিকে গোরের সঙ্গে দ্বন্দে জড়িয়ে তাকে ‘সাপ’ অভিহিত করেছেন ধনকুবের ইলনমাস্ক।

ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যালে বলেছেন, আমার এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্বাসযোগ্য কাউকে প্রয়োজন। এটি খুবই গুরুত্বপূর্ণ। সার্জিও একজন ভালো রাষ্ট্রদূত হবেন। ভারতের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছেনা যুক্তরাষ্ট্রের। সম্প্রতি দেশটির ওপর নতুন করে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মূলত রাশিয়া থেকে তেল কেনার জেরে ওই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি রাশিয়া ও চীনের সঙ্গে শীর্ষ স্তরের বৈঠক করেছে ভারত। অন্যদিকে মে মাসে তার উদ্যোগে ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হয় বলে দাবি করেন ট্রাম্প। ভারত যদিও সরাসরি যুক্তরাষ্ট্রের হস্পক্ষেপের বিষয়টি স্বীকার করেনি। 

উল্লেখ্য, গোর উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। যখন তা সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভ্ক্তু ছিলো। এরপর তিনি মাল্টায় চলে যান। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পর তিনি রিপাবলিকান পার্টির রাজনীতিতে যোগদান করেন। অবশেষে সিনেটর র‌্যান্ড পলের সঙ্গে শীর্ষ পদ দখল করেন। এক পোস্টে গোরের প্রশংসা করেন ট্রাম্প। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে বলেছেন, গোর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে খুব ভালো করবেন।  সূত্র: এনডিটিভি 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়