শিরোনাম

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিকারি প্রাণীদের খাওয়াতে ‘অপ্রয়োজনীয়’ পোষা প্রাণী দানের আহ্বান ডেনিশ চিড়িয়াখানার

সি এন এন: ডেনমার্কের একটি চিড়িয়াখানা তাদের শিকারি প্রাণীদের খাদ্য জোগাতে ব্যতিক্রমী এক উদ্যোগের অংশ হিসেবে 'অপ্রয়োজনীয়' কিন্তু সুস্থ পোষা প্রাণী সুস্থ পোষা প্রাণী সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

আলবোর্গ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জনগণের কাছ থেকে জীবিত মুরগি, খরগোশ এবং গিনি পিগ দানের অনুরোধ জানাচ্ছে। এসব প্রাণী পরে প্রশিক্ষিত কর্মীদের মাধ্যমে ইউথেনাইজ (যন্ত্রণাহীনভাবে মৃত্যু) করা হয়।

চিড়িয়াখানাটি জানায়, শিকারি প্রাণীদের জন্য প্রাকৃতিক খাদ্যচক্র বজায় রাখাই তাদের লক্ষ্য। এ জন্য ছোট পোষা প্রাণীগুলো তাদের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হয়।

এছাড়া, চিড়িয়াখানাটি জীবিত ঘোড়াও গ্রহণ কর। যারা এসব প্রাণী দিতে চান, তারা করছাড় সুবিধাও পেতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইনস্টাগ্রামে এক পোস্টে চিড়িয়াখানাটি জানায়, শিকারি প্রাণীদের জন্য প্রাকৃতিক খাদ্যচক্র বজায় রাখাই তাদের লক্ষ্য। এ জন্য ছোট পোষা প্রাণীগুলো তাদের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করা হয়।

চিড়িয়াখানাটির দাবি, এভাবে সংগৃহীত খাবার বন্য পরিবেশে প্রাণীদের স্বাভাবিক শিকারের মতোই, বিশেষ করে ইউরেশিয়ান লিঞ্চ প্রজাতির জন্য।

চিড়িয়াখানায় ইউরেশিয়ান লিঞ্চ ছাড়াও সিংহ, বাঘসহ আরও কয়েকটি শিকারি প্রাণী রয়েছে।

চিড়িয়াখানার ওয়েবসাইটে একটি বাঘের মাংস খাওয়ার ছবি প্রকাশ করে ঘোড়া দানের শর্তগুলোও বিস্তারিত বলা হয়েছে।

শর্ত অনুযায়ী, দান করতে ইচ্ছুক ঘোড়ার একটি 'হর্স পাসপোর্ট' থাকতে হবে এবং তাকে গত এক মাসের মধ্যে কোনো রোগের চিকিৎসা করা হয়নি বলে প্রমাণ দিতে হবে।

চিড়িয়াখানার উপপরিচালক পিয়া নিলসেন এক বিবৃতিতে বলেন, বহু বছর ধরে শিকারি প্রাণীদের খাদ্য হিসেবে ছোট গৃহপালিত প্রাণী ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, 'শিকারি প্রাণী পালন করতে হলে তাদের মাংস দিতে হয়,যতটা সম্ভব প্রাকৃতিক খাদ্য নিশ্চিতে পশম, হাড়সহ দেওয়াটাই উপযুক্ত।'

তাই বিভিন্ন কারণে যেসব প্রাণীকে ইউথেনাইজ করতে হয়, সেগুলোকে এভাবে কাজে লাগানো যৌক্তিক। ডেনমার্কে এটি প্রচলিত একটি চর্চা। আমাদের অনেক দর্শনার্থী ও অংশীদার এই উদ্যোগে অবদান রাখতে পেরে সন্তুষ্ট,' বলেন পিয়া নিলসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়