শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নিশ্চয়ই ভারত ঠিক করবে না: পররাষ্ট্র উপদেষ্টা ◈ নতুন নীতিমালা জারি ব্যাংকে পদোন্নতির বিষয়ে ◈ জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবে বিএনপি ◈ '৫ মিনিটে ২০ বার স্যার বলতে হয়', চাঁদা নিতে গিয়ে ভুয়া এন.এস.আই কর্মকর্তা গ্রেফতার! (ভিডিও) ◈ ৫ আগস্ট: স্বৈরাচার পতনের দিন, মুক্তির মহোৎসব ◈ সিরাজগঞ্জে মিম হত্যাকারীদের শাস্তির দাবিতে হিজড়া সম্প্রদায়ের মানববন্ধন ও থানা ঘেরাও ◈ রাজধানীর ২ জায়গায় ককটেল বিস্ফোরণ ◈ অনেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে বয়স্ক ভাতা পেয়েছেন: প্রধান উপদেষ্টা ◈ মৃত্যুর কারণ অনুসন্ধানে ১১৪ জুলাই শহিদের মরদেহ উত্তোলনের নির্দেশ ◈ ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ০৫ আগস্ট, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ওপর ক্ষিপ্ত ট্রাম্প দিলেন আরও শুল্ক বাড়ানোর হুমকি

রাশিয়ার কাছ থেকে তেল কিনতে অনড় থাকায় ভারতের ওপর বেশ ক্ষিপ্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তিনি ভারতীয় পণ্যে আরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সংবাদমাধ্যমটি জানায়, সোমবার (৪ আগস্ট) ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, তারা বড় লাভের জন্য রাশিয়া থেকে কেনা তেলের বেশিরভাগ খোলা বাজারে বিক্রিও করছে। 

তিনি আরও বলেন, ইউক্রেনের কত মানুষ রুশ যুদ্ধে নিহত হচ্ছে তা তারা (ভারত) পরোয়া করে না। এই কারণে, আমি ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে প্রদত্ত শুল্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এমন সময় তিনি এ হুমকি দিলেন যখন ৭ আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কার্যকর হতে যাচ্ছে। তবে নতুন করে ভারতীয় পণ্যে কী পরিমাণ শুল্ক আরোপ করা হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। ভারতের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি।

এর আগে, গত ৩১ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। ওই আদেশে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। 

আদেশ অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন তিনি, যা ৭ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ার জ্বালানি তেলের অন্যতম আমদানিকারক দেশ ভারত। ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ইউরোপ-আমেরিকার বহু নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখে চলেছে। সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে নেতিবাচক প্রতিক্রিয়ার পরও রাশিয়া থেকে তেল আমদানির সিদ্ধান্ত থেকে সরে আসেনি নয়াদিল্লি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়