ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণ গাজার কয়েকটি ভবন থেকে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে, এমন সন্দেহে ভবনগুলো ধ্বংসের উদ্দেশে মাইন পুঁতে রাখে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার দুর্ঘটনাবশত সেই মাইন বিস্ফোরণে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার সকালে এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মার্চ মাস থেকে হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে এপর্যন্ত ইসরায়েলের ৪১ সেনা নিহত হয়েছে।
নিহত সেনার নাম ক্যাপ্টেন রেই বিরান (২১)। তিনি গোলানি ব্রিগেডের রিকনেসান্স (গোপন নজরদারি) ইউনিটের একজন টিম কমান্ডার ছিলেন।
আইডিএফ-এর তদন্ত অনুযায়ী, ঘটনাটি খান ইউনিসে অভিযান চালানোর সময় ঘটে। তারা হামাসের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে এমন সন্দেহ থেকে কয়েকটি ভবনে অভিযান চালায়। ভবনগুলোর ধ্বংসের উদ্দেশে সেখানে তারা মাইন পাতছিল।
ভবনগুলোতে মাইন বসানোর প্রায় দুই ঘণ্টা পর বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের শার্পনেল বা ধ্বংসাবশেষের আঘাতে আহত হন ক্যাপ্টেন রেই বিরান। এর কিছুক্ষণ পরেই সে মারা যায়।