শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ২৯ জুন, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা যুদ্ধ, অভ্যন্তরীণ সংকট ও বিভাজন—নেতানিয়াহুর বিরুদ্ধে বেনেটের কড়া বার্তা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন তার পূর্বসূরি, সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন, যদিও নিজে পরবর্তী নির্বাচনে অংশ নেবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি।

শনিবার (২৯ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে বেনেট বলেন, “নেতানিয়াহু প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন… এটা খুব বেশি, এটা স্বাভাবিক নয়।”

তিনি আরও বলেন, “ইসরায়েলি সমাজে বিভাজনের জন্য তিনি অনেকটা দায়ী।”
নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের অভ্যন্তরে মতবিরোধ ও দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে বলে উল্লেখ করেন বেনেট। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়েও নেতানিয়াহুর বিরুদ্ধে জনরোষ বাড়ছে। অনেকেই তার পদত্যাগ দাবি করে আসছেন।

“নেতানিয়াহুকে বিদায় নিতে হবে,” বলেন বেনেট, যিনি নিজেও একজন ডানপন্থী নেতা। ২০২১ সালে তিনি নেতানিয়াহু-বিরোধী রাজনৈতিকদের সঙ্গে জোট গঠন করে টানা ১২ বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে সরিয়ে দিয়েছিলেন।

তবে বেনেটের নেতৃত্বাধীন সেই দুর্বল জোট সরকার টিকেছিল মাত্র এক বছর। এরপর আগাম নির্বাচন অনুষ্ঠিত হলে নেতানিয়াহু আবারও ক্ষমতায় ফিরে আসেন, এবার আরও বেশি কট্টর ডানপন্থী ও অর্থোডক্স ইহুদি দলগুলোর সমর্থন নিয়ে।

রাজনীতি থেকে সাময়িক বিরতিতে থাকা বেনেটকে ঘিরে ফের রাজনীতিতে ফেরার গুঞ্জন চলছে। জনমত জরিপ বলছে, তিনি ফের ভোটে দাঁড়ালে নেতানিয়াহুকে আবারও হারানোর মতো জনসমর্থন পেতে পারেন।

তবে ২০২৬ সালের শেষ দিকের আগে ইসরায়েলে আনুষ্ঠানিকভাবে জাতীয় নির্বাচন নির্ধারিত নয়, যদিও দেশটিতে আগাম নির্বাচন অনেকটাই নিয়মিত ঘটনা।

সেই সাক্ষাৎকারে বেনেট দাবি করেন, চলতি মাসের শুরুতে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের বোমাবর্ষণের পরিকল্পনার ভিত্তি তার স্বল্পকালীন সরকারের সময়েই গড়ে ওঠে।

ইরানে চালানো এই হামলা “খুবই প্রয়োজনীয়” এবং “সঠিক সিদ্ধান্ত” ছিল বলে মন্তব্য করেন তিনি। বেনেটের দাবি, তার সরকারের পূর্বপ্রস্তুতি ছাড়া এই অভিযান সম্ভব হতো না।

গাজা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, “সেনাবাহিনীর পারফরম্যান্স অসাধারণ ছিল, কিন্তু দেশের রাজনৈতিক ব্যবস্থাপনা ছিল একেবারেই বিপর্যয়কর।”

নেতানিয়াহুর সরকারের সিদ্ধান্তহীনতা নিয়ে তীব্র সমালোচনা করে বেনেট বলেন, গাজা থেকে সকল বাকি জিম্মিদের মুক্ত করার জন্য এখনই একটি “সমন্বিত ও পূর্ণাঙ্গ” চুক্তি করা দরকার।

তিনি আরও বলেন, “হামাসকে নির্মূল করার কাজ ভবিষ্যতের কোনো সরকারের জন্য তুলে রাখাই ভালো।”

তবে বেনেট নিজের রাজনীতিতে ফেরার সম্ভাবনা সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি এবং বেশ কয়েকটি প্রশ্ন এড়িয়ে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়