শিরোনাম
◈ আদালতে মেহরীনের বক্তব্যের সময় মাথা নিচু মায়ের, অপলক দৃষ্টিতে তাকিয়ে বাবা (ভিডিওি) ◈ দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত গ্রেপ্তার ◈ টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, এখনো নিখোঁজ ১৬০ ◈ এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ থেকে শুরু, যেভাবে করবেন ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে ◈ `মব ভায়োলেন্স' থামানো যাচ্ছে না কেন ◈ বাংলা‌দেশ যুবদল গে‌লো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ◈ ভূমধ্যসাগর পেরিয়ে আসা অভিবাসীদের আশ্রয় প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিত করলো গ্রিস ◈ ভারতীয় কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে গুলি ◈ বাংলাদেশ সফর স্থগিত করায় শ্রীলঙ্কার কাছ থেকে সিরিজ খেলার প্রস্তাব পেলো ভারত

প্রকাশিত : ২১ জুন, ২০২৫, ১২:১৮ রাত
আপডেট : ০৮ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান-ইসরায়েল সংঘাত ‘নিয়ন্ত্রণের বাইরে’

এই ইসরায়েল হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, অথচ তারা গাজায় ৭০০ হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি এই সংঘাতকে "উন্মত্ততা" হিসেবে অভিহিত করে অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানান।

শুক্রবার (২০ জুন) ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা এবং ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই।”

এরদোয়ান বলেন, “এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ হওয়া উচিত। না হলে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং ইউরোপ ও এশিয়াকেও বহু বছর ধরে এর মূল্য দিতে হবে।”

তিনি ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুনর্ব্যক্ত করে বলেন, “আজ তারা বলছে ইরানের হামলায় তাদের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ এই ইসরায়েলই গাজায় ইতিমধ্যে ৭০০টির বেশি হাসপাতাল ও চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে।”

তিনি বিশ্ব সম্প্রদায়কে গাজায় যুদ্ধবিরতির জন্য আরও জোরালোভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বলেন, “এই সংঘাত রোধ না করা গেলে এটি আগামী প্রজন্মের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে।”

তুরস্কের সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়, এরদোয়ান তার বক্তব্যে শুধু সংঘাতের তাৎক্ষণিক বন্ধ নয়, বরং দীর্ঘমেয়াদি শান্তিপূর্ণ সমাধানের ওপরও গুরুত্ব দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়