ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এক ভাইরাল ভিডিও নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন। ভিডিওতে দেখা যায়, তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ তাকে হালকাভাবে চড় মারছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে ক্লিপটি এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তবে বিষয়টি নিয়ে হালকাভাবে মন্তব্য করেছেন ম্যাক্রোঁ। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা কিছু না, আমরা শুধু মজা করছিলাম। ব্রিজিত আমাকে মাঝে মাঝেই এভাবে ঠাট্টা করে। যারা আমাদের চেনেন, তারা জানেন এটা আমাদের স্বাভাবিক রসিকতারই অংশ।”
প্রেসিডেন্ট আরও বলেন, “বিষয়টিকে নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। ভিডিও দেখে অনেকে হয়তো ভুল বুঝেছেন, কিন্তু আমাদের মধ্যে সব সময়ই ভালো বোঝাপড়া এবং হাস্যরস ছিল।”
এদিকে, ভিডিওটি নিয়ে ফ্রান্সজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখলেও, কেউ কেউ প্রেসিডেন্ট দম্পতির আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।