শিরোনাম
◈ জামায়াত আমির ফেসবুক পোস্টে যে বার্তা দিলেন ◈ হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ ◈ রিট খারিজ, মেয়র হিসেবে ইশরাককে শপথ পড়াতে বাধা নেই ◈ বেনাপোল বন্দর দিয়ে মাছ রফতানি স্বাভাবিক ◈ ম্যানইউ‌কে কাঁ‌দি‌য়ে ১৭ বছর পর ইউরোপা চ‌্যা‌ম্পিয়ন টটেনহ্যাম ◈ গাজীপুর জেলা বিএনপির সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা ◈ কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়লেন স্বামী-স্ত্রী, এরপর যা হল (ভিডিও) ◈ এক রাতে সাত হাজার নিরীহ মানুষ নিধন! পাক সেনাপ্রধান টিক্কা খানকে  বাংলাদেশের কসাই নামে ডাকা হ‌তো ◈ সি‌রিজ হা‌রের পর লিটন দাস বল‌লেন, আমাদের আরও শিখতে হবে ◈ ‘নাম লেখালেই নম্বর’ যুগ শেষ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ইনকোর্সে নম্বর পেতে বাধ্যতামূলক ৬০% উপস্থিতি

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে যুক্তরাষ্ট্রের চাপের ভূমিকা দাবি ট্রাম্পের, ভারত বল‌ছে অ‌যৌ‌ক্তিক

এল আর বাদল: পশ্চিম এশিয়া সফরের শেষপর্বে আবার ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের একটি সেনাঘাঁটি পরিদর্শনে গিয়ে তিনি বললেন, ‘গত সপ্তাহে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্যা সমাধানে আমরা নিশ্চিতভাবেই সাহায্য করেছি। ক্রমবর্ধমান সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। -- আনন্দবাজার

এক ধাপ এগিয়ে কাশ্মীর সমস্যা মেটাতেও মধ্যস্ততার বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেন, ‘‘তারা প্রায় এক হাজার বছর ধরে ন্যায়সঙ্গতভাবে লড়াই করে আসছে। আমি বলেছিলাম, আমি এটার মীমাংসা করতে পারি'। আমি যেকোনো কিছুর মীমাংসা করতে পারি। আমাকে এটার মীমাংসা করতে দাও, আমি বলেছিলাম, এবং আমরা সেটার মীমাংসা করে ফেললাম।

২২ এপ্রিলের পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে গত ৬ মে রাতে পাকিস্তানের পঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। ঘটনাচক্রে, চার দিনের ধারাবাহিক সংঘাতপর্বের পরে গত ৯ মে বিকেলে সমাজমাধ্যমে প্রথম সংঘর্ষবিরতিতে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের ঘোষণা করেছিলেন ট্রাম্পই। তার কিছুক্ষণের মধ্যেই ভারত এবং পাকিস্তান পৃথক ভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতির ঘোষণা করেছিল।

এর পরে গত ১২ মে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, তিনি দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। ট্রাম্প বলেন, “আমরা বলেছিলাম, এটা বন্ধ করুন। আমরা আপনাদের সঙ্গে অনেক বাণিজ্য করতে পারি। আপনারা এটা বন্ধ করলে আমরা বাণিজ্য করতে পারি। কিন্তু যদি আপনারা এটা বন্ধ না-করেন, আমরা (আপনাদের সঙ্গে) কোনও বাণিজ্য করব না।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয় তরফে অবশ্য জানানো হয়েছিল, তৃতীয় কোনও পক্ষ সংঘর্ষবিরতিতে মধ্যস্থতা করেনি। ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের মধ্যেই বৃহস্পতিবার আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র টমি পিগট ভারত-পাক সংঘর্ষবিরতি প্রসঙ্গে বলেন, যুদ্ধবিরতি দেখে আমরা খুশি। উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনা হোক, আমরা সেটাই চাই, আমরা তার জন্য উৎসাহ দেব। আমাদের প্রেসিডেন্ট শান্তির দূত। আমরা শান্তি উদ্‌যাপন করছি। আশা করি, এই সংঘর্ষবিরতি স্থায়ী হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়