শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কো রুবিও’র সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ফোনালাপ, যে কথা হলো

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ভারত যদি আরও চালানো হামলা বন্ধ করে, তাহলে তার দেশ উত্তেজনা হ্রাসের বিষয়টি বিবেচনা করবে। শনিবার পাকিস্তানের জিও নিউজকে ইসহাক দার বলেন, তিনি এই বার্তাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও পৌঁছে দিয়েছেন। রুবিও দুই ঘণ্টা আগে দিল্লির সাথে কথা বলার পর তাকে ফোন করেছিলেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

এর আগে ভারত জানায়, যদি পাকিস্তান প্রতিশোধমূলক আচরণ না করে, তবে তারাও উত্তেজনা না বাড়ানোর ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

দুই দেশই শনিবার একে অপরের ওপর হামলা চালিয়েছে। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।  

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সতর্ক করে বলেন, ‘যদি ভারত কোনও হামলা চালায়, আমাদের পক্ষ থেকে অবশ্যই জবাব আসবে।’

তিনি বলেন, ‘আমরা জবাব দিয়েছি কারণ আমাদের ধৈর্যের সীমা শেষ হয়ে গিয়েছিল। যদি তারা এখানেই থামে, আমরাও থামার কথা বিবেচনা করব।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন বলে জানান দার।

ভারত জানায়, শনিবার ভোরে পাকিস্তান পাঞ্জাব রাজ্যের একাধিক বিমানঘাঁটিতে উচ্চগতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তারা পাকিস্তানি সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালায়।

পাকিস্তান এর আগে জানায়, তারা তিনটি বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ভারতের ওপর পাল্টা হামলা চালানো হচ্ছে।

ভারতের কর্নেল সোফিয়া কুরেশি নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের তিনটি বিমানঘাঁটি, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও স্কুলকেও লক্ষ্যবস্তু করেছে। পাকিস্তানের এই কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দেয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে জানান, রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে পোনে কথা বলেছেন এবং জোর দিয়ে বলেছেন, ‘উভয় পক্ষের উচিত উত্তেজনা হ্রাস ও ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি যোগাযোগ পুনঃস্থাপনের উপায় খুঁজে বের করা। তিনি গঠনমূলক আলোচনা সহজতর করার জন্য মার্কিন সমর্থনের প্রস্তাবও দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়