শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১২:০৫ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

অধিকৃত জম্মু ও কাশ্মীর ঘিরে ভারতীয় সংবাদমাধ্যমে সম্প্রতি প্রকাশিত ক্ষেপণাস্ত্র হামলার খবরকে ‘মিথ্যা ও বানোয়াট’ বলে তা নাকচ করেছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ এই বক্তব্য প্রকাশ করে জানিয়েছে, ভারত এই ধরনের খবর ছড়িয়ে একটি ‘ভ্রান্ত ও কৃত্রিম যুদ্ধাবস্থা’ সৃষ্টি করতে চাইছে। খবর ডনের

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, জম্মু অঞ্চলের সাতওয়ারী, সাম্বা, আরএস পুরা এবং আর্নিয়ায় পাকিস্তান থেকে ছোড়া অন্তত আটটি ক্ষেপণাস্ত্র ভারত সফলভাবে প্রতিহত করেছে। একইসঙ্গে, দ্য ওয়্যার-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, জম্মু ও পার্শ্ববর্তী এলাকায় ‘জোরালো বিস্ফোরণ’ এবং ‘বিমান হামলার সাইরেন’ আতঙ্ক সৃষ্টি করেছে, এমনকি কিছু বাসিন্দা ‘আকাশে লাল-গরম বস্তুর’ ভিডিওও রেকর্ড করেছেন বলে দাবি করা হয়।

তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্র দাবি করেছে, এসব খবর ভিত্তিহীন এবং বাস্তবতাবিরুদ্ধ। পিটিভির এক্স (প্রাক্তন টুইটার) অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ধরনের মনগড়া প্রতিবেদন দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে তার আগ্রাসী কার্যকলাপকে খাঁটি প্রমাণ করতে চাইছে।’

বিবৃতিতে আরও বলা হয়, এটি এক ধরনের মিডিয়া কৌশল যার উদ্দেশ্য হলো পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আন্তর্জাতিক মনোযোগ ভিন্নদিকে ঘুরিয়ে নেওয়া।

উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন কিছু নয়। তবে সম্প্রতি পর্যটকদের ওপর হামলা এবং পাল্টা হামলার প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়