শিরোনাম
◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ায় ব্যাপক সমালোচনা ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ: পুরনো বিরোধের নতুন বিপজ্জনক মুহূর্ত ◈ রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ভার‌তের ড্রোন হামলা, পিএসএলের ম্যাচ অনিশ্চিত ◈ বৈদেশিক সহায়তা হ্রাসে সংকটের মুখে উন্নয়ন: বিকল্প পথ খোঁজার পরামর্শ ◈ প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট, সব জটিল হয়ে যাচ্ছে: ফখরুল ◈ কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর সেনাপ্রধানের গুরুত্বারোপ (ভিডিও) ◈ কার ফোনে বিমানবন্দর থেকে ছাড়া পেলেন আবদুল হামিদ? হান্নান মাসউদের পোস্ট ◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরকাশীর গঙ্গনানি এলাকার কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে দেরাদুন থেকে গঙ্গোত্রী ধামে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে গঙ্গোত্রী জাতীয় সড়কের গঙ্গনানি এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে পুলিশ, এসডিআরএফ, অগ্নিনির্বাপণ, চিকিৎসা ও বিপর্যয় মোকাবিলায় নিয়োজিত অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে এটি। হেলিকপ্টারে পাইলটসহ মোট সাতজন ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, যাত্রীদের মধ্যে চারজন মুম্বাইয়ের ও দুজন অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নিহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ (পাইলট)। ৫১ বছর বয়সী অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হেলিকপ্টারটি চার ধাম যাত্রার গঙ্গোত্রী ধামে যাচ্ছিল।

হেলিকপ্টারটি হেলি অ্যারোট্রান্স কোম্পানির। সকালে দেরাদুনের সহস্রধারা হেলিপ্যাড থেকে হরশিল যাওয়ার উদ্দেশে উড্ডয়ন করে এটি। হেলিকপ্টারে পাইলটসহ মোট সাতজন ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজন ও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসডিআরএফের বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটি প্রায় ২০০-২৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। উদ্ধারকারী দল সেখানে একটি বেজ স্থাপন করে খাদে নেমে উদ্ধার অভিযান শুরু করে। পাইলট ছিলেন ক্যাপ্টেন রবিন সিং। হেলিকপ্টারে সাতজন ছিলেন। একজন পাইলট ও ছয়জন যাত্রী। পুলিশ এবং অন্যান্য জরুরি পরিষেবা ইউনিটের সঙ্গে সমন্বয় করে এসডিআরএফ উদ্ধারকাজ চালাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়