শিরোনাম
◈ নিরাপত্তা সতর্কতায় পুলিশ, রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি ◈ ‘বিএনপি ১০০ বছর চেষ্টা করেও গণভোট ঠেকাতে পারবে না’ (ভিডিও) ◈ পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক ◈ প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ২য় ধাপে বড় বিজ্ঞপ্তি ◈ পাটওয়ারীর ও হাসনাতের সাথে ডা. জাহিদ রায়হানের বাকবিতণ্ডা! (ভিডিও) ◈ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ◈ ডাকসুতে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত ◈ রংপুরে ভুয়া নারী সৈনিক সেজে অনলাইনে প্রেমের ফাঁদ, এরপর যা ঘটল! ◈ পুলিশ সুপারের বাসভবনে আগুন ◈ ভারতীয় রাষ্ট্রদূত তলব : হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে গভীর উদ্বেগ 

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:২৯ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মীর ইস্যু: ‘পাকিস্তানের বিরুদ্ধে কোনও প্রমাণ দেখাতে পারেনি ভারত’

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পহেলগাম হামলা নিয়ে ভারতের অভিযোগ ভিত্তিহীন। দেশটি অভিযোগের পক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি। পাকিস্তানের অভ্যন্তরে সীমান্ত সন্ত্রাসবাদ পরিচালনায় ভারত জড়িত ছিল বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনীর পাশাপাশি নিরীহ বেসামরিক নাগরিকদেরও লক্ষ্য করে ভারত একটি সন্ত্রাসী নেটওয়ার্ক পরিচালনা করছে বলে জানা গেছে। নেটওয়ার্কটিকে বিস্ফোরক, আইইডিসহ অন্যান্য উপকরণ সরবরাহ করছে ভারত। বিষয়টি সবার সামনে উপস্থাপন করা হবে।

তিনি আরও বলেন, গত ২৫ এপ্রিল ভারতে প্রশিক্ষিত একজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে একজন পাকিস্তানি নাগরিক। তার কাছ থেকে একটি আইইডি ও বাড়ি থেকে ভারতের তৈরি ড্রোন পাওয়া গেছে। উদ্ধারকৃত উপকরণের ফরেনসিক বিশ্লেষণে ভারতীয় সন্ত্রাসবাদের প্রমাণ মিলেছে। এটি যেকোনো স্বাধীন সংস্থা তদন্ত করতে পারে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ এপ্রিল) কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়