শিরোনাম
◈ বৃষ্টি কত দিন হবে, জানাল আবহাওয়া অফিস! ◈ যে কারণে আটকে গেল চার বিমানবন্দর সম্প্রসারণ কাজ! ◈ যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল আবারও লেবাননে হামলা চালিয়েছে ◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:২৫ দুপুর
আপডেট : ২৬ জুন, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার

অনলাইন প্ল্যাটফর্মের যুগে এসে বর্তমান প্রজন্মের প্রায় সবাই সোশ্যাল মিডিয়ার সঙ্গে পরিচিত। বিভিন্ন মাধ্যম থাকলেও অধিকাংশই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব ও এক্স হ্যান্ডেলের সঙ্গে একটু বেশিই পরিচিত। এর মধ্যে পাকিস্তানে কনটেন্ট তৈরি করা ক্রিয়েটরদের টিকটকে সক্রিয় বেশি দেখা যায়।

প্ল্যাটফর্মটিতে ক্রিয়েটররা সক্রিয় হলেও গত কয়েক মাসে তাদের বেশ বিপাকে পড়তে দেখা গেছে। প্রায়ই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যায়, পাকিস্তানের টিকটক তারকাদের আপত্তিকর ভিডিও ফাঁস হয়। এবার ঘটেছে ভিন্ন ঘটনা। দেশটির টিকটকার মি. পাটলোকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট টিকটকার মি. পাটলোকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। কাতার যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্মে একটি বিতর্ককে কেন্দ্র করে মি. পাটলোকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। তবে অভিযোগের ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইনফ্লুয়েন্সার রজব বাট জানিয়েছেন, মি. পাটলোর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে একটি মামলা করা হয়েছে। আইনি বিষয় সংবেদনশীল হওয়ায় এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে টিকটকারকে কারাগার থেকে মুক্তির জন্য ইতিবাচক ছিলেন রজব বাট।

এ ঘটনায় রজব বাট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে, মি. পাটলোকে গ্রেপ্তারের ঘটনায় কোনো নারীকে যেন টেনে না তোলা হয় এবং তার যেন কোনো মানহানি করা না হয়।

প্রসঙ্গত. মি. পাটলো এর আগে কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন। সাবেক স্ত্রী রাবিয়া তার বিরুদ্ধে বিয়েবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। দাবি করেছিলেন, কয়েকজন মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িত মি. পাটলো।

এদিকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রজব বাট বর্তমানে পাকিস্তানের বাইরে অবস্থান করছেন। তিনিও বেশ আইনি বিপাকে রয়েছেন। সুগন্ধি ব্র্যান্ড চালু করার পর বিতর্কের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়। এ কারণে নিজ দেশ পাকিস্তানে ফিরতে নারাজ ভূমিকা দেখা গেছে তার মধ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়