শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:১৩ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো রাতে মাটি বহনকারী ট্রাক্টর চালকের 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় হুসাইন ওরফে ভোলা (২০) নামে ট্রাক্টরের চালক নিহত হয়েছে। এতে দুমড়ে মুচড়ে গেছে ট্রাক্টরটি। শুক্রবার রাত ১২ টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর রেল স্টেশনের ২’শ গজ দুরে সোয়াদী গ্রামের রেলগেটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টরের ট্রলিতে করে মাটি নিয়ে সাফদারপুরে দিকে যাচ্ছিলো চালক হুসাইন।সেসময় সোয়াদী গ্রামের রেল গেট পার হওয়ার সময় রেললাইনের উপর ট্রাক্টরটি বিকল হয়ে যায়। এসময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এতে মুচড়ে যায় বিকল হয়ে থাকা ট্রাক্টর, আর ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক হুসাইনের। নিহত চালক হুসাইন হলেন চুয়াডাঙ্গা জেলার  দর্শনা থানার গয়েরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
তবে এলাকাবাসীর অভিযোগ গেটম্যান ডিউটিতে না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

কোটচাঁদপুর রেল স্টেশন মাস্টার গোলাম রসুল বলেন, লাইন ক্লিয়ার দিয়ে ট্রেন ছাড়া কিছুক্ষণ পরে একটি বিকট শব্দ শুনতে পাই। শব্দ শুনে স্থানীয় মানুষ জড়ো হতে থাকে আমরাও গিয়ে দেখি দুর্ঘটনা কবলিত হয়েছে ট্রাক্টর আর ট্রেন। সেখানেই ট্র্যাক্টার চালকের মৃত্যু হয়। ঘটনাটি রেলে পুলিশকে অবগত করা হয়েছে। যশোর রেলওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর মনিতোষ কুমার জানান, মাটি বোঝায় একটি ট্রাক্টর রেললাইন পার হাওয়ার সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্র্যাক্টর চালকের মৃত্যু হয়েছে। মৃত দেহ উদ্ধার করা হয়েছে। খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়