শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ১০ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টর্নেডোর তাণ্ডবে যুক্তরাষ্ট্রে নিহত ১৮

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, সম্ভাব্য টর্নেডো আউটব্রেকের মুখে থাকায় মিসিসিপিতে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
 
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু অংশজুড়ে শুক্রবার রাতজুড়ে বয়ে যাওয়া ধারাবাহিক কয়েকটি টর্নেডোর তাণ্ডবে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

মধ্যাঞ্চলীয় মিজৌরি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি, ১১ জনের মৃত্যু হয়েছে। শনিবার আরও টর্নেডো হতে পারে বলে অঙ্গরাজ্যটির গভর্নর সতর্ক করেছেন; জানিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানিয়েছেন, মিজৌরির ওজার্ক, বাটলার, ওয়েন এবং জেফারসন কাউন্টিতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।

মধ্যাঞ্চলীয় আরেক অঙ্গরাজ্য আরকানসতে টর্নেডোর তাণ্ডবে অন্তত তিনজন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে ডিভিশন অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে। তবে হতাহতের এ সংখ্যা ‘প্রাথমিক’ বলে জানিয়েছে তারা।

ওকালাহোমা অঙ্গরাজ্যের গভর্নর জানিয়েছেন, সেখানে টর্নেডো বয়ে যাওয়ার সময় রাস্তায় একজনের মৃত্যু হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় টেক্সাসের অ্যামারিলো কাউন্টিতে ধূলি ঝড়ের মধ্যে সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়, জানিয়েছে অঙ্গরাজ্যটির ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটি।

ধ্বংসাত্মক এসব টর্নেডোর প্রভাব টেক্সাস, আরকানস ও ওকলাহোমায় শতাধিক দাবানল শুরু হয়েছে বলে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক ও অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, সম্ভাব্য টর্নেডো আউটব্রেকের মুখে থাকায় মিসিসিপিতে উচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবার আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের আবহাওয়াবিদ ডেভিড রথ জানিয়েছেন, আরকানস, ইলিনয়, মিসিসিপি ও মিজৌরিতে শুক্রবার রাতে ও শনিবার সকালে নিম্নচাপের কারণে শক্তিশালী বজ্রঝড়ের সৃষ্টি হয়েছে, এর ফলে ২৬টি টর্নেডোর খবর পাওয়া গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়